আজকাল ওয়েবডেস্ক: একটি ডিম বিক্রি হল ২১ হাজার টাকায়। কোনও গল্প নয়। সম্প্রতি ব্রিটেনের এক নিলামে উঠেছিল একটি ডিম। যা বিক্রি হল ভারতীয় মুদ্রায় ২১ হাজার টাকায়। বিশ্বজুড়ে এই নিলামে হাজার হাজার টাকায় ডিম বিক্রির খবরটি ব্যাপক শোরগোল ফেলেছে। 

কেন ২১ হাজার টাকায় একটি ডিম বিক্রি হল? কী এর বিশেষত্ব? জানা গিয়েছে, বাজারচলতি ডিম্বাকৃতির ডিম এটি নয়। এই ডিমের আকৃতি গোল। পুরোপুরি গোলাকৃতির ডিম খুব বিরল। কয়েক কোটিতে মাত্র একটি ডিম এমন গোলাকৃতির হয়। স্কটল্যান্ডের এক তরুণী বাজার থেকে এই গোলাকৃতির ডিমটি কিনেছিলেন। ল্যামবর্নের ইডি পোনওয়েল ডিমটি ১৬ হাজার টাকায় কিনেছিলেন। 

সম্প্রতি এই ডিমটি বিক্রি করার জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন। তাতেই সাড়া দেন এক সংস্থা। ডিমটি নিলামে তোলা হয়। নিলামে ডিমটি ২১ হাজার টাকায় বিক্রি হয়ে যায়। সংস্থার তরফে জানানো হয়েছে, ১৮ থেকে ২৫ বছর বয়সি তরণ, তরুণীদের মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য এই অর্থ ব্যয় করা হবে। সংস্থাটি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। তরুণ, তরুণীদের চিকিৎসার জন্য নিলামের আয়োজন করেন। তাতেই ডিমটি বিক্রি হয়।