আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে গাঁজা চাষ করাই কাল!বাদুড়ের মল দিয়ে গাঁজা চাষ করছিলেন দুই প্রৌঢ়। সে সময়েই রক্তে মিশে যায় বিষ। বাদুড়ের মলের সংস্পর্শে এসেই মর্মান্তিক পরিণতি দু'জনের। রক্তে বিষক্রিয়ায় প্রাণ হারালেন দু'জনেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। রচেস্টারের বাসিন্দা ছিলেন দু'জনেই। চিকিৎসকরা জানিয়েছেন, দুই প্রৌঢ়ের তীব্র জ্বর, কাশি, রাতারাতি ওজন হ্রাস, শ্বাসকষ্ট এবং রক্তে বিষক্রিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল। অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্টের পরেও দু'জনের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। বিষাক্ত বাদুড়ের মলের সংস্পর্শে আসার পরেই বিষক্রিয়ায় দু'জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, গাঁজা চাষের জন্য ফার্টিলাইজার হিসেবে বাদুড়ের মল ব্যবহার করেছিলেন দু'জনে। একজন অনলাইনে কিনেছিলেন। অন্যজন স্থানীয় জায়গা থেকে বাদুড়ের মল সংগ্রহ করেন। হিস্টোপ্লাসমোসিসে আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হয়। বাদুড়ের মল এক ধরনের ক্ষতিকর ছত্রাক থাকে। যার বৈজ্ঞানিক নাম, হিস্টোপ্লাসমা ক্যাপসুলাটাম। এটি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে। তাতেই ঘটে বিপত্তি।
চিকিৎসকরা জানিয়েছেন, আগে ওহাইও এবং মিসিসিপি নদীর উপত্যকায় হিস্টোপ্লাসমোসিস রোগে বহু মানুষ আক্রান্ত হতেন। বর্তমানে এই অঞ্চলে এ রোগের প্রকোপ কমে এলেও, আমেরিকার মধ্য ও পূর্বাঞ্চলে সম্প্রতি এই রোগের সংক্রমণ বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি এক লক্ষ নাগরিকের মধ্যে দু'-একজন হিস্টোপ্লাসমোসিসে আক্রান্ত হন।
