আজকাল ওয়েবিডেস্ক: হায়দরাবাদের দুই ছাত্র ব্রিটেনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনার জেরে পাঁচজন আহত হয়েছেন বলে খবর মিলেছে। ব্রিটেনের এসেক্স শহরে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার জেরে হায়দরাবাদের দুই ছাত্র প্রাণ হারান এবং একইসঙ্গে আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার রাতে A130 ডুয়াল ক্যারেজওয়ের রেইলেই স্পার রাউন্ডঅ্যাবাউটে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার দিন নয়জন ছাত্রকে বহনকারী দুটি গাড়ির মধ্যে চরম সংঘর্ষ হয়। খবর অনুযায়ী ওই ছাত্ররা গণেশ নিম্মজনম্ উৎসব থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুই নিহত ছাত্রের একজন হলেন ২৩ বছর বয়সী চৈতন্য তার্রে। তিনি ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজন ২১ বছর বয়সী রিশিতেজ রাপোলু, যিনি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। ঘটনার জেরে আহতদের তৎক্ষণাৎ স্থানীয় রয়্যাল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ৩০ বছর বয়সী সাই গৌতম রাভুলা বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন। গাড়িতেই উপস্থিত অন্য একজন নূথন তাটিকায়ালা সামান্য আঘাতে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুনঃ টানা ভারী বৃষ্টি রাজধানীতে, প্রবল দুর্যোগে বন্ধ একাধিক স্কুল, যমুনায় বন্যার আশঙ্কা...

এই দুর্ঘটনায় অন্যান্য আহতদের মধ্যে রয়েছেন তেজা রেড্ডি গুর্রম, বামশি গোল্লা এবং ভেঙ্কটা সুমন্ত পেন্ট্যালা। বর্তমানে তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসেক্স স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সঙ্গে জড়িত দুই চালক- গোপিচাঁদ বাটামেকালা এবং মনোহর সাব্বানি-কে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। 

আরও পড়ুনঃ ইন্সটাগ্রাম ফিল্টার ব্যবহার করে বয়স কমাতেন প্রেমিকা! সামনাসামনি দেখে সহ্য করতে পারেননি যুবক, অন্ধকারে ডেকে নৃশংস কাণ্ড ঘটালেন ...

সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, চৈতন্য হায়দরাবাদের নাদারগুল এলাকার বাসিন্দা। তিনি বিটেক সম্পন্ন করার পর প্রায় আট মাস আগে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান। এহেন দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর সোমবার রাতেই তাঁর বাবা আইলাইয়া ও মা মাঙ্গাম্মাকে জানানো হলে তাঁরা ভেঙে পড়েন। পরিবারের অন্যান্য সদস্যরাও মর্মাহত। অপর নিহত রিশিতেজ রাপোলুর পরিবার, যাঁরা বডুপালে থাকেন, তাঁরাও একই রাতে ছেলের হৃদয়বিদারক খবরটি পান।

বর্তমানে নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যরা ভারত সরকার এবং তেলেঙ্গানা রাজ্য সরকারের কাছে দুই ছেলের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত, মালয়েশিয়ার তেমারলোহ ব্রিজে ভয়াবহ বাইক দুর্ঘটনা। কোনওমতে প্রাণে রক্ষা পেলেন চালক৷ ঘটনার দিন ২২ আগস্ট। মালয়েশিয়ার তেমারলোহ ব্রিজে ঘটে গেল ভয়ঙ্কর বাইক দুর্ঘটনা। খবর অনুযায়ী, বাইক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে এহেন দুর্ঘটনার শিকার হয় চালক। ঘটনার ভিডিও ধরে পড়ে ক্যামেরায়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটে ভোরবেলা, যখন এক বাইক আরোহী সড়কে শান্তভাবে যাচ্ছিলেন। হঠাৎ করেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা খান। মুহূর্তে আছড়ে পড়েন সড়কে। ঠিক তখন বিপরীত দিক থেকে একটি গাড়ি আসছিল। গাড়ির সামনে এসে পড়েন চালক।

সৌভাগ্যক্রমে, বাইক আরোহীর দ্রুত প্রতিক্রিয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ড্যাশক্যাম ভিডিওতে দেখা গিয়েছে, মোটরসাইকেলচালক প্রায় আকাশ সমান উচ্চতায় ছিটকে গিয়ে রাস্তায় পড়ে যান। সেই মুহূর্তে ঠিক সামনে দিয়ে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি চলে যায়। চালক সঙ্গে সঙ্গেই উঠে পড়েন এবং নিজের মোটরসাইকেলটি রাস্তার পাশে নিয়ে যান। এ সময় আশপাশের কিছু স্থানীয় গাড়িচালক ও মোটরসাইকেল আরোহীরা থেমে তাঁকে সহায়তা করেন। চালকের নিজের সক্রিয়তায় কোনওমতে প্রাণে বাঁচেন।