আজকাল ওয়েবডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ান বিমান বর্তমানে যেখানে রাখা হচ্ছে, তার কাছাকাছি সন্দেহজনক এক স্থানের দেখা মিলেছে। কাঠামোটিকে ‘স্নাইপার নেস্ট’ বলা হচ্ছে। স্নাইপার রাইফেল দিয়ে দূর থেকে লক্ষ্যবস্তুতে যারা নিশানা করেন, তারা সাধারণত এই ধরনের কাঠামো ব্যবহার করে থাকেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

গত বৃহস্পতিবার ওই স্থানটির আবিষ্কার হয়। সেখানে একটি গাছের ওপর কাঠামোটির সন্ধান মেলে। যেখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বিমানে ওঠা-নামা করেন সেই জায়গার কাছেই এই স্নাইপার নেস্টের সন্ধান পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ফ্লরিডা বিমানবন্দরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।

?ref_src=twsrc%5Etfw">October 19, 2025

রবিবার নিরাপত্তার কারণে ট্রাম্পকে তুলনামূলক ছোট সিঁড়ি দিয়ে বিমানে উঠতে হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।

আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজ প্রথমে জানায়, ফ্লরিডা বিমানবন্দর থেকে ২০০ গজ দূরে একটি গাছের ওপর সন্দেহজনক কাঠামো খুঁজে পেয়েছেন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। গাছের ডালে কিছু পাইপ জড়িয়ে কাঠামোটি তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে খবর, সেখানে কোনও গুলি বা বিস্ফোরক বস্তু পাওয়া যায়নি।

তবে এখনও বিষয়টি নিশ্চিত নয় যে, এটি স্নাইপার বন্দুকধারীর কোনও স্থান, নাকি গাছের মধ্যে কোনও পুরনো বা অব্যবহৃত বস্তু। তবে কিছু সূত্র জানিয়েছে, এই অঞ্চলটি শিকারীরা ব্যবহার করতে পারে। বিশেষ করে যারা আক্রমণাত্মক সবুজ ইগুয়ানার শিকার করেন।

এফবিআই পরিচালক ক্যাশ পটেল ফক্স নিউজকে বলেছেন, "প্রেসিডেন্টের ওয়েস্ট পাম বিচে ফেরার আগে একটি উঁচু জায়গায় এই স্থানের আবিষ্কার হয়, যা এয়ার ফোর্স ওয়ান ল্যান্ডিং জোনের কাছে ছিল। যদিও সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টির তদন্ত করছে এফবিআই।"

এয়ার ফোর্স ওয়ান সাধারণত ওই অংশে রাখা হয় না, তবে সাম্প্রতিক নির্মাণকাজের কারণে বিমানটি এখন সেই অঞ্চলে রাখা হচ্ছে। সেখানে সাধারণত ব্যক্তিগত বিমান পার্ক করা হয়।

ট্রাম্পের উপর দু'বার হত্যা প্রচেষ্টা
এর আগে দু'বার ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে, পেনসিলভানিয়ার বাটলারে একটি প্রচার সমাবেশের সময় ট্রাম্প স্নাইপারের আক্রমণ থেকে বেঁচে যান। তাঁর সিক্রেট সার্ভিস এজেন্টরা সন্দেহভাজনকে ধরার আগেই মঞ্চে ট্রাম্পকে নিশানা করে গুলি চালানো হয়। এর দু'মাস পরে, সেই বছর ১৫ সেপ্টেম্বর, ৫৯ বছর বয়সী রায়ান ওয়েসলি রাউথকে ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সের কাছে একজন স্নাইপারের অবস্থান থেকে আরেকটি হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন- বন্ধুত্বের মুখোশ ঝেড়ে ফের স্বমহিমায় ট্রাম্প! ভারতের উপর আবারও 'ব্যাপক' শুল্ক আরোপের হুঁশিয়ারি