আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এক বড় ঘোষণার মধ্যে দিয়ে জানিয়েছেন, প্রখ্যাত কনজারভেটিভ ভাষ্যকার এবং প্রাক্তন মার্কিন সিক্রেট সার্ভিস স্পেশাল এজেন্ট ড্যান বংগিনো এফবিআই-এর নতুন ডেপুটি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন।

ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম "ট্রুথ সোশ্যাল" প্ল্যাটফর্মে লিখেছেন, "আমাদের দেশের প্রতি গভীর ভালোবাসা এবং জীবন উত্সর্গের জন্য সুপরিচিত ড্যান বংগিনো এফবিআই-এর ডেপুটি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন, এবং কাশ প্যাটেল, যিনি এফবিআই-এর নতুন ডিরেক্টর, তাঁর সঙ্গে কাজ করবেন।"

৫০ বছর বয়সী বংগিনো নিউ ইয়র্ক সিটির সিটি ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পেন স্টেট থেকে এমবিএ করেছেন। নিউ ইয়র্ক পুলিশের  সাথে কাজ করার পাশাপাশি, তিনি মার্কিন সিক্রেট সার্ভিসের একজন অত্যন্ত সম্মানিত স্পেশাল এজেন্ট ছিলেন।

বংগিনো তাঁর নতুন নিয়োগের জন্য ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমি প্রেসিডেন্ট ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল বন্ডি এবং ডিরেক্টর প্যাটেলের প্রতি কৃতজ্ঞ।"

উল্লেখ্য, বংগিনো ২০২৩ পর্যন্ত ফক্স নিউজের "আনফিল্টারড" শো-এর সঞ্চালক হিসেবে কাজ করেছেন এবং পরে নিজের জনপ্রিয় পডকাস্ট "দ্য ড্যান বংগিনো শো" চালু করেন।