আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে। সোমবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটে বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।যাত্রীবাহী ট্রেনে মালগাড়ির ধাক্কায় মৃত অন্তত ১২ জন। আহত হয়েছেন প্রায় ৫০জন ছাত্রী। জানা গিয়েছে, ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল মালগাড়িটি। অন্যদিকে, প্যাসেঞ্জার ট্রেনটি ঢাকা থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ভৈরবের আউটার পয়েন্টের কাছে ট্রেনটির শেষ দুটো কামরায় ধাক্কা মারে মালগাড়ি। কামরা দুটি উল্টে গেলে আটকে পড়েন যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধারকার্যে হাত লাগান। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর মিললেও অনেক কামরার তলায় চাপা পড়েছেন বলে খবর। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে উদ্ধারকারী দল।