আজকাল ওয়েবডেস্ক: সন্তানদের বাঁচাতে, সন্তানদের রক্ষায় মায়ের লড়াই বরাবরের। সবকিছুর সঙ্গে লড়াই করে সন্তানদের বাঁচিয়ে রাখে। দুই শাবককে বাঁচাতে, লড়াই হয়ে গেল বাঘ-সিংহের। সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল, তাতে দেখা গিয়েছে শাবকদের রক্ষার্থে মা চিতাবাঘ লড়াই করছে সিংহীর সঙ্গে। ভিডিওটি দেখে অনেকেই বলছেন, মাতৃত্বের এক অসাধারণ নিদর্শন এই ভিডিও।
ঘটনাটি ঘটেছে তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে। ক্যারল এবং বব, আফ্রিকান অ্যাডভেঞ্চারে যাওয়া এই দম্পতি ওই লড়াইয়ের ভিডিও করেছেন। ২৪ অক্টোবর তা ইউটিউবে প্রকাশ করেছিল ওই দম্পতি।
জানা গিয়েছে ঘুরতে গিয়ে তাঁরা মূলত খোঁজ করছিলেন চিতাবাঘের ডেরার। ক্যারল, বব, রেঞ্জার গডলিভিং শু-সহ খুব ভোরে জঙ্গল সাফারি শুরু করেছিলেন। গডলিভিং এই এলাকায় একটি চিতাবাঘের আস্তানা সম্পর্কে জানতেন, তারই খোঁজ চলছিল। আশা ছিল, চিতাবাঘের দেখা মিললে ফ্রেমবন্দি করা যাবে তাকে। আচমকা ওই চিতাবাঘের দেখাও মেলে, সঙ্গে দেখা মেলে তার দুই শাবকেরও, এ যেন 'চেরি অন দ্য টপ।'
কিন্তু ঘটনার এখানেই শেষ হয়। তাঁরা কিছু দূরে আবিষ্কার করেন দাঁড়িয়ে থাকা এক সিংহীকে। প্রথমে তার কারণ বুঝতে না পারলেও, অল্প সময়েই মধ্যেই বুঝেছিলেন সিংহীর লক্ষ্য আসলে চিতাবাঘের শাবকেরা। তারপরেই বিবরণে ওই দম্পতি জানিয়েছেন, সিংহী চিতাবাঘের শাবক দুটির দিকে এগিয়ে গেলে, মা চিতাবাঘ নিজের জীবনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়ে শাবকদের বাঁচাতে এবং সে সফল হয়। শরীরে ক্ষতর দাগ নিয়ে শাবকদের উদ্ধার করে ফিরে যায় মা। আর আহত সিংহীকে ফিরে যেতে হয় খালি হাতে।
