আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগত এবং রাজনৈতিক উভয় কারণেই সবসময় লাইমলাইটে থাকেন। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়ার পরেও তাঁর জীবন ছিল জাঁকজমকপূর্ণ এবং বিতর্কিত। একাধিক বিয়ে, বহু প্রেম এবং বিবাহবহির্ভূত পাঁচ সন্তান। এর আগে দু’বার বিবাহিত ইমরান বর্তমানে তাঁর তৃতীয় ইনিংসে বুশরা বিবির সঙ্গে সংসার করছেন। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর দু’জনেই বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি।
ইমরান খান এবং জেমাইমা গোল্ডস্মিথ
ইমরান খানের প্রথম স্ত্রী ছিলেন ব্রিটিশ সাংবাদিক এবং চিত্রনাট্যকার জেমিমা গোল্ডস্মিথ। প্রাক্তন এই দম্পতি ১৯৯৫ সালে বিয়ে করেন এবং সুলেমান ইসা খান এবং কাসিম খান নামে দু’টি পুত্র সন্তানের জন্ম দেন। প্রায় এক দশক পর ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। উভয়েই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিচ্ছেদের পরেও সন্তানদের পালন করে চলেছেন।
ইমরান খান এবং রেহাম খান
২০১৪ সালের অক্টোবরে, ইমরান খান আবারও একজন ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক, লেখক এবং চলচ্চিত্র প্রযোজক রেহাম খানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ইমরানের তিনটি বিয়ের মধ্যে এটি ছিল সবচেয়ে ছোট বিবাহ। বিয়ের এক বছরের মধ্যেই তাঁরা বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এই সম্পর্কটি ভালভাবে শেষ হয়নি, কারণ রেহাম একটি 'জীবনী' প্রকাশ করেছেন যেখানে তিনি তারকা পাকিস্তানি অলরাউন্ডারের বিরুদ্ধে নির্যাতন এবং ব্যভিচারের অভিযোগ তুলেছেন।
ইমরান খান এবং বুশরা বিবি
ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি একজন পাকিস্তানি রাজনীতিবিদ। তিনি এর আগে পাকিস্তানের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোলাম মুহাম্মদ মানেকার ছেলে খাওয়ার মানেকার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বুশরার প্রথম বিবাহ থেকে পাঁচটি সন্তান রয়েছে- তিন মেয়ে এবং দুই ছেলে। ২০১৭ সালে তাঁর বিচ্ছেদ ঘটে। এর এক বছর পরেই ইমরানের সঙ্গে বিয়ে করেন বুশরা।
৫০০ পৃষ্ঠার জীবনীতে, রেহাম খান ইমরান খানের ‘পছন্দ’ সম্পর্কে সচিত্র বিবরণ দিয়েছেন, যখন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর অবৈধ সন্তানদের সম্পর্কে লিখেছেন। ২০১৮ সালে রেহাম বইটিতে লিখেছিলেন, "তিনি আমাকে বলেছিলেন যে তার পাঁচটি সন্তান আছে, যার মধ্যে ভারতীয় সন্তানও রয়েছে।"
বইটিতে রেহাম আরও জানিয়েছেন যে তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন কেন মহিলারা ইমরান খানকে তাদের সন্তানের বাবা হিসেবে প্রকাশ্যে আনেননি। রেহামের দাবি এর জবাবে ইমরান উত্তর দিয়েছিলেন যে মহিলারা তাঁদের বর্তমান বিবাহ নষ্ট করতে চান না।যদিও রেহাম তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তার কোনও প্রমাণ নেই।
