আজকাল ওয়েবডেস্ক: “গোল্ডেন আর্ম” খ্যাত জেমস হ্যারিসন, যিনি রেকর্ড ১১০০ বারেরও বেশি রক্ত প্লাজমা দান করে প্রায় ২৪ লক্ষ শিশুর জীবন বাঁচিয়েছেন, আজ ৮৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। হ্যারিসনের বিরল রক্তে থাকা অ্যান্টি-ডি অ্যান্টিবডি বিশেষ করে রিসাস রোগের (RhD) চিকিৎসায় ব্যবহার করা হতো। এই অ্যান্টিবডি গর্ভবতী মায়েদের শরীরে ইনজেকশন হিসাবে প্রয়োগ করা হয়, যা তাঁদের অনাগত শিশুর রক্তকে ক্ষতিকর আক্রমণ থেকে রক্ষা করে।
১৯৫৪ সালে এক জীবনদায়ী রক্তসঞ্চারের পর হ্যারিসন রক্তদান শুরু করেন এবং ৮১ বছর বয়স পর্যন্ত তা অব্যাহত রাখেন। ১৯৯৯ সালে তাঁকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মান ‘মেডেল অফ দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়া’ প্রদান করা হয় এবং ২০০৫ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম স্থান পায় সর্বাধিক প্লাজমা দানের জন্য।
হ্যারিসনের এই অবদান রিসাস রোগের চিকিৎসায় বিশেষ ভূমিকা রেখেছে, যা ১৯৬০-এর দশকের আগে প্রায়শই শিশুদের প্রাণঘাতী হত। অ্যান্টি-ডি এখনও কৃত্রিমভাবে তৈরি সম্ভব নয়, ফলে হ্যারিসনের মতো দাতারা রিসাস রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্টের এক নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
