আজকাল ওয়েবডেস্ক: কোভিড-পরবর্তী সময়ে বিভিন্ন দেশ পর্যটন শিল্পকে চাঙ্গা করতে মরিয়া। এই জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। এই সময়েই একটি ছোট দ্বীপ পর্যটকদের জন্য বেজায় সমস্যায় পড়েছে। পর্যটকদের আসা ঠেকাতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।
গ্রীসের একটি বিখ্যাত দ্বীপ কর্ফু। এই অনন্য সুন্দর দ্বীপে ধনী ব্যক্তিদের আকর্ষণ করে। সেই কারণে এখানে প্রচুর পর্যটক আসছেন, এতটাই যে প্রশাসন পর্যটকদের ক্রমবর্ধমান সংখ্যায় উদ্বিগ্ন।
২০২৪ সাল থেকে পর্যটক কত বেড়েছে?
 
 ২০২৪ সালে কর্ফু-তে পর্যটকের সংখ্যা সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই বছরে  প্রায় ২০ লক্ষ মানুষ এই দ্বীপে ভ্রমণ করেছেন। ২০১৯ সাল থেকে, এখানে আসা আন্তর্জাতিক বিমানের সংখ্যা ৩২ শতাংশ বেড়েছে। ফেরি-তে যাত্রীর সংখ্যা ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দ্বীপের রাস্তাঘাট, পরিবেশ এবং সম্পদের উপর চাপ বেড়েছে।
আরও পড়ুন- প্রকৃতির আজব খেল, সাহারার এই নতুন রূপ দেখে অবাক হলেন বিজ্ঞানীরা
কারা কর্ফুতে যায়?
 
 ধনী এবং কল্পনাপ্রিয় ব্যক্তিরা কর্ফুতে ঘুরতে যান। ধনী পর্যটকদের জন্য এখানে পাঁচ তারা হোটেল (এখন পর্যন্ত ৩৩টি) এবং বিলাসবহুল রিসোর্ট তৈরি করা হয়েছে। ছোট কিন্তু প্রিমিয়াম হোটেলের সংখ্যাও বাড়ানো হচ্ছে। ট্যুর কোম্পানিগুলি এখন বিলাসবহুল সম্পত্তিতে বিনিয়োগ করছে। বর্তমানে কর্ফুতে বেশিরভাগ পর্যটক ব্রিটেন, জার্মানি, ইতালি, পোল্যান্ড এবং ফ্রান্স থেকে আসেন। যেসব মানুষ প্রিমিয়াম পর্যটন পছন্দ করেন এবং বেশি খরচ করতে পারেন, বর্তমানে কার্ফু দ্বীপ প্রশাসন সেইসব পর্যটকদের দৃষ্টি আকর্ষণে মরিয়া। 
আরও পড়ুন- ‘হ্যালো’ বলার দিন শেষ, কোন শব্দটি ব্যবহার করছে ‘জেন জি’, জানলে অবাক হবেন...
কর্ফু কী করবে?
 
 সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে, কর্ফু প্রশাসন সংখ্যায় কম হলেও ধনী পর্যটকদের আমন্ত্রণ জানাতে আগ্রহী। কর্ফু প্রশাসন মনে করছে, ধনী পর্যটকরা দ্বীপে বেশি সময় ধরে থাকবেন এবং বেশি খরচ করতে পারবেন। ফলে পর্যটনের বিষয়টি যাচাই করে আমন্ত্রণের উপর গড়ে তোলা হচ্ছে।
