আজকাল ওয়েবডেস্ক: দিওয়ালির পর দিল্লির চেহারাটাই বদলে গিয়েছিল। দূষণ ছাড়িয়ে গিয়েছিল মাত্রা। কিন্তু জানেন কি দিল্লি তো দূর অস্ত, বিশ্বের এই শহরে দূষণ হার মানাবে সমস্ত শহরকে।
পাকিস্তানের লাহোর। গত রবিবার সেখানে বাতাসের গুণগত মান ছিল ১৯০০! যা সর্বোচ্চ। অতিরিক্ত দূষণের জেরে আপাতত লাহোরে স্কুল কলেজ বন্ধ। চলছে বাড়ি থেকে কাজ।
এই পরিস্থিতিতে লাহোরের বাসিন্দাদের বাড়ি থাকতে অনুরোধ করা হয়েছে। দরজা, জানলা বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। কারণ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে অনেকেই আসতে পারেন। তিন চাকার যানবাহন (মূলত রিকশা) চলাচলে বিধিনিষেধ ও নির্মাণকাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।
আর এই অতিরিক্ত দূষণের জন্য পাকিস্তান দোষ চাপিয়েছে ভারতের উপর। যদিও বলা হয়েছে, ভারত থেকে যা বাতাস ঢুকছে তা খুবই স্বাভাবিক।
প্রসঙ্গত, দিল্লিতে সোমবার দুপুর বাতাসের গুণগত মান ছিল ২৭৬। আর গুণগত মান ১৫১–২০০ মধ্যে হলে তাকে বলা হয় অস্বাস্থ্যকর। ২০১–৩০০ –র মধ্যে হলে ক্ষতিকর ও ৩০০–র বেশি হলে তাকে চরম ক্ষতিকর বলা হয়।
