আজকাল ওয়েবডেস্ক:আমেরিকার টেনেসির একটি বাড়ি, যা বিশ্বের সবচেয়ে ভুতুড়ে বাড়ি নামে পরিচিত। বাড়িটির নাম মেকেমি। জানা যায়, এই বাড়িটি এতটাই ভয়ানক, অথবা চলতি কথায় বলা ভাল হন্টেড যে এখানে যারা রাত কাটাতে পারেন তাদের জন্য থাকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা। ভূত শব্দটাই অনেকের মনে ভয় সৃষ্টি করে।

 

 

এরই মধ্যে ভাবুন, যদি আপনাকে বিশ্বের সবচেয়ে ভুতুড়ে বাড়িতে একা ফেলে রাখা হয় এবং তার জন্য আপনাকে পুরস্কার দেওয়া হয়! যাঁরা এখনও পর্যন্ত এই বাড়িতে রাত কাটিয়েছেন তাঁদের অনেকের অভিযোগ, এখানে থাকার সময় তাঁদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। কিছু লোকের নখ পর্যন্ত টেনে তোলা হয়, এবং এমনকি দাঁতও বের করে নেওয়া হয়। এমনকি, অনেকে দাবি করেছেন, এই বাড়িতে প্রবেশের পর তাঁদের যৌন নিগ্রহ এবং হত্যার চেষ্টা করা হয়েছে। উল্টোদিকে, এই বাড়িতে ১০ ঘণ্টা কাটানোর জন্য একটি প্রতিযোগিতা রয়েছে। 

 

 

কেউ এই সময়সীমা পূরণ করতে পারলে তাঁকে ১৫,৩০০ ডলার (প্রায় ১৩ লক্ষ টাকা) পুরস্কার দেওয়া হয়ে থাকে। এখনও পর্যন্ত অনেকেই এই প্রতিযোগিতার জন্য ১০ ঘণ্টা পর্যন্ত অত্যাচার সহ্য করেছেন। পরে আবার অনেকে এই প্রতিযোগিতা বন্ধের জন্য আবেদন করেছেন। কারণ অর্থের লোভে মানুষ আমনবিক হয়ে ওঠেন। অপ্রীতিকর কোনও ঘটনা এড়াতে এই প্রতিযোগিতা বন্ধের অনুরোধ জানিয়েছেন অনেকেই।