আজকাল ওয়েবডেস্ক: বড়দিনে চারদিকে আনন্দ রোশনাই। তার মাঝেই আমেরিকার কলোরাডোতে হুলস্থূল কাণ্ড। দমকল কেন্দ্র থেকে উদ্ধার হয় স্থানীয় চার্চের সদ্যজাত যিশুখ্রীষ্টের মূর্তি। এখানেই শেষ নয়। চোর ওই যিশুর মূর্তির মুখে একটি ক্ষমাপত্র টেপ দিয়ে সেঁটে দিয়েছে। পুরো ঘটনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছে কলিন্স পুলিশ ডিপার্টমেন্ট।

যিশুর মূর্তি উধাওয়ের পর সিসিটিভি ফুটেজের একটি ছবি শেয়ার করেছিল পুলিশ। যেখানে একটি তরুণকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওই তরুণই দু'হাতে ধরে রয়েছে যিশুর মূর্তিটি। ফেসবুকে পুলিশের লেখা হয়েছিল, "এই ব্যক্তি যিশুকে সদ্যজাত অবস্থার মূর্তিটি চুরি করে ক্রিসমাস নষ্ট করার চেষ্টা করেছে। আপনি যদি এই সন্দেহভাজন ব্যক্তিকে চিনতে পারেন, অনুগ্রহ করে অফিসার ব্রিটিংহামকে অবহিত করুন।"

এরপর আর বেশি ঝক্কি পোহাতে হয়নি পুলিশকে। চোর অনুশোচনা কাবু হয়েছে। যিশুর চুরি করা মূর্তিটি ফোর্ট কলিন্সের দমকল কেন্দ্রে ফেলে দিয়ে গিয়েছে। যা দমকল কর্মীরাই দেখে উদ্ধার করেন। পরে যা ইন্সটাগ্রাম পোস্টে পুলিশ জানায়। পুলিশ প্রকাশিত ছবিতেও দেখা যায়, দু'জন দমকল কর্মী উদ্ধার হওয়া যিশুর মূর্তিটি ধরে রয়েছেন। যিশুর মুখে নোট সাঁটা। 

ক্ষমাপত্রে তোর লিখেছিলেন, "আমি সত্যিই দুঃখিত। আমি বড় ভুল করেছি। এটি আর ঘটবে না।" চুরি কে করেছিল তা এখনও স্পষ্ট নয়। কারোর বিরুদ্ধে কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করেনি।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Fort Collins Police (@fcpolice)