আজকাল ওয়েবডেস্ক: পুতুলের সঙ্গে প্রেম, যৌনতা! কলম্বিয়ার বাসিন্দা ক্রিস্টিয়ান মন্টেনেগ্রোর দাবি, নাটালিয়া নামের এক পুতুলের সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন। এমনকী তাঁদের তিন সন্তান রয়েছে। পুতুলের সন্তান প্রসবে সাহায্য করেছেন এক পুতুল চিকিৎসক!
ক্রিস্টিয়ান একাই নন। মেইরিভোন রোচা নামের আরও এক তরুণী জানিয়েছিলেন, তিনিও এক পুতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি আবার চারবার অন্তঃসত্ত্বাও হয়েছেন। এমন অদ্ভুত ধরনের কাহিনি বিরল। তবে এই রোগে অনেকেই আক্রান্ত। কী এই রোগ? চিকিৎসকরা জানিয়েছেন, এর নাম অবজেক্টোফিলিয়া।
অবজেক্টোফিলিয়ার ধরণ কেমন? এই রোগে যাঁরা আক্রান্ত, তাঁরা মানুষের প্রতি টান, প্রেম, ভালবাসা অনুভব করেন না। বরং জড় পদার্থের উপর এদের আকর্ষণ বেশি। যেমন, পুতুল, খেলনা, গাড়ি, কিংবা বাড়ির নিত্যপ্রয়োজনীয় কোনও সামগ্রী। এই ধরনের সামগ্রীর সঙ্গেই তাঁরা দীর্ঘ সময় কাটান। ধীরে ধীরে টান তৈরি হয়। এইধরনের বস্তুর প্রতিই ভালবাসা জন্মায়। কেউ কেউ যৌনতাতেও মেতে ওঠেন। শুধু কি ভালবাসা, যৌনতা! না। এই ধরনের সম্পর্কে ঈর্ষা, রাগ, ক্ষোভও থাকে।
ড. প্যাট্রিক ম্যাকগ্রোথ জানিয়েছেন, 'অবজেক্টোফিলিয়ায় যাঁরা আক্রান্ত, তাঁরা জানেন, ওই নির্দিষ্ট বস্তুটির প্রতিই তাঁরা একমাত্র ভালবাসা অনুভব করেন। তাঁদের বিশ্বাস, এই বস্তুটির সঙ্গেই তাঁদের একমাত্র সম্পর্ক রয়েছে।'
মে মাসে মেইরিভোন রোচা পুতুলের সঙ্গে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন। তাঁর পুতুল স্বামীর নাম, মার্সেলো। তাঁর দাবি, পুতুল স্বামীর মার্সেলো তাঁর সঙ্গে প্রতারণা করেছে। এই বিয়ে ভাঙার চিন্তাভাবনাও তিনি করছেন। তিনি এক সংবাদমাধ্যমকে জানান, 'অতীতেও মার্সেলো প্রতারণা করেছে। আমি ক্ষমা করে দিয়েছে। আমি পরিবার আরও বড় হোক চাই। আমি জানি না এরপর কী করব। সবকিছুই ঠিক ছিল। আমি ওই সম্পর্কে নিজের সবটুকু দিয়েছি। ও শুধুমাত্র কাপড়ের পুতুল এটা আর বলবেন না। ও বোকা নয়!'
অন্যদিকে নাটালিয়া নামের পুতুলের সঙ্গে ক্রিস্টিয়ানের সম্পর্ক আরও মজবুত হচ্ছে। এই নিয়ে চারটি সন্তানের জন্ম দিয়েছে তারা। নবজাতকের নাম রেখেছেন স্যামি। ক্রিস্টিয়ান জানিয়েছেন, একা থাকতে থাকতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। এরপর ২০২৩ সালে নাটালিয়াকে দেখে প্রেমে পড়ে যান। তখন থেকেই নাটালিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের শুরু।
অবজেক্টোফিলিয়ার আরও ঘটনা বিশ্বজুড়ে দেখা গেছে। যেমন, সুইডেনের বাসিন্দা এইজা রিট্টা বার্লিনের প্রাচীরের প্রেমে পড়েছিলেন। তিনি তখন সপ্তম শ্রেণিতে পড়তেন। সেই প্রাচীরের আকার দেখে মুগ্ধ হয়ে, তাকেই বিয়ে করেন। আমেরিকার এরিকা আইফেল প্যারিসের আইফেল টাওয়ার দেখে মুগ্ধ হয়, তাকেই বিয়ে করেন। এর আগে এফ ১৫ ফাইটার জেটের সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল তাঁর। ফ্রান্সের শতাব্দী প্রাচীন একটি সেতুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অস্ট্রেলিয়ার এক শিল্পী জোডি রোজ। মস্কোর বাসিন্দা রেন গর্ন বিয়ে করেছেন তাঁর প্রিয় ব্রিফকেসকে। ব্রিফকেসের নাম দিয়েছেন ‘গাইডেয়ন’। পেনসিলভানিয়ার অ্যামি উলফ ওয়েবার বিয়ে করেছেন একটি রোলার কোস্টারকে। ৮০ ফুট উঁচু ওই রাইডে তিনি প্রথম চড়েন ১৩ বছর বয়সে। তখন থেকেই রোলার কোস্টারের প্রেমে পড়ে যান। চিনের গুংঝাউ প্রদেশের বাসিন্দা লিউ ইয়ে বিয়ে করেছেন তাঁর নিজের ছবিকেই।
