আজকাল ওয়েবডেস্ক: ইউনিভার্সের প্রসারণ নিয়ে বহুদিন ধরেই গবেষণা করে আসছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তাঁদের এই দীর্ঘদিনের প্রশ্ন আরও জটিল রূপ নিয়েছে। সম্প্রতি, নাসার সবচেয়ে শক্তিশালী মহাকাশ পর্যবেক্ষণ যন্ত্র ওয়েব টেলিস্কোপ থেকে এক নতুন তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। যা থেকে খুলে গিয়েছে এক নতুন দরজা। এই নতুন পর্যবেক্ষণ প্রসারণের অন্যতম গভীর রহস্য উন্মোচনে সাহায্য করতে পারে বলে মনে করছেন গবেষকরা। গবেষকরা জানাচ্ছেন, বহু বছর ধরেই একটি নির্দিষ্ট হারে প্রসারিত হয়ে চলেছে ইউনিভার্স।
কিন্তু গত কয়েক বছর ধরে এক বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়েছে। ইউনিভার্স প্রসারণের হার বর্তমানে অতীতের তুলনায় দ্রুততর বলে মনে করেছেন গবেষকরা। তবে এর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রসারণের হার যে বাড়ছে তার ইঙ্গিত মিলেছিল হাবল স্পেস টেলিস্কোপ থেকে। সম্প্রতি ওয়েব টেলিস্কোপ সেই তথ্যগুলিই নিশ্চিত ভাবে জানিয়েছে। বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান, বাইরের দুনিয়ায় এমন কিছু অজানা ঘটনা ঘটছে যা এখনও বোঝার বাইরে। ইউনিভার্সের প্রসারণের হার নির্দেশ করে হাবল একক।
কিন্তু হাবলের ধ্রুবকের মান নির্ধারণ করতে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো এই হার সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছে বলে জানা গিয়েছে। গবেষণার ফলাফল নিশ্চিত করেছে যে ইউনিভার্সের প্রসারণ হার প্রত্যাশার চেয়ে বেশি। বিজ্ঞানীদের ধারণা, ইউনিভার্সের প্রসারণে হয়তো এমন কিছু অজানা শক্তি কাজ করছে যার রহস্য এখনও পুরোপুরি উদ্ধার করা যায়নি। মহাজাগতিক গবেষণায় এক নতুন যুগের সূচনা করতে পারে এই নতুন তথ্য এমনটাই আশা করছেন বিজ্ঞানীরা।
