আজকাল ওয়েবডেস্কঃ রোগারা যত ইচ্ছে তত খেতে পারবেন। তাও আবার রেস্তরাঁয় বসে! এমনই ঘোষণা করেছে থাইল্যান্ডের একটি রেস্তরাঁ।এই অভিনব অফারটির সম্পর্কে বিস্তারিত শুনলে চমকে উঠবেন আপনিও।
রেস্তরাঁয় রয়েছে বিশেষ একটি লোহার গেট। ওই গেট পার হলেই মিলবে খাবারের বিলের উপর ছাড়। গেটটি আবার বেশ কয়েকটি স্ট্যান্ড দিয়ে ভাগ করা। এক একটি ভাগে রয়েছে এক এক রকমের দূরত্ব। সেই ফাঁকের মধ্যে দিয়ে যেতে হবে ইচ্ছুক ক্রেতাদের। এবং সেখানেই লুকিয়ে মজা।
ওই গেটের স্ট্যান্ডের ফাঁকের অনুপাতে যার যেমন শারীরিক মাপ, সে তেমনই ছাড় পাবে। কেউ যদি অতিরিক্ত রোগা হয় তাহলে সে অতিরিক্ত ছাড় পাবে। অন্যদিকে কেউ যদি তুলনামূলক স্বাস্থ্যবান হয়, তাহলে সে কম ছাড় পাবে। মোট চারটি ছাড়ের অফার রয়েছে ওই রেস্তরাঁয়। সম্প্রতি, ওই রেস্তরাঁর একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক ব্যক্তিকে গেটের ফাঁক দিয়ে গলতে দেখা যাচ্ছে। এরপরেই ওই ব্যক্তি শেষ ভাগের মধ্যে দিয়ে প্রবেশ করার পরেই কেনা খাবারের উপর পেয়ে গেলেন ৫% ছাড়। সমাজমাধ্যমে রেস্তরাঁর এই ছাড় তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই এই অফারকে শারীরিক হেনস্থা বলেও মনে করেছেন। ভিডিওর কমেন্টে এক ব্যক্তি এই দৃশ্যকে নির্বোধদের কাণ্ড বলেছেন।
