আজকাল ওয়েবডেস্ক: এবার মহাকাশে হেটে বেড়াবেন সুনীতা উইলিয়ামস। ১২ বছরের তার কেরিয়ারে এই কাজ তিনি প্রথমবার করবেন বলে জানা গিয়েছে। নাসা জানিয়ে দিয়েছে তার সঙ্গী মহাকাশচারী নিক হাগের সঙ্গে এই কাজটি তিনি করবেন। চলতি মাসের ১৬ তারিখ মহাকাশে হাটবেন সুনীতা উইলিয়ামস। 


যে মহাকাশযানটি খারাপ হয়ে স্পেস স্টেশনে রয়ে গিয়েছে সেটিকে সারাই করতে কাজে নামবেন সুনীতা এবং তার সহকারী। এই স্পেস ওয়াকের দুদিন পর তিনি আরও একটি স্পেস ওয়াক করবেন। এগুলি সবই নাসার তৈরি করা মিশন যা সুনীতা এবং তার সহযোগীকে করতে হবে। 

 


মহাকাশে নিজের স্পেস স্টেশনের বাইরে এসে সুনীতা শুধু সারাইয়ের কাজই করবেন তা নয়, তিনি শক্তিশালী টেলিস্কোপ দিয়ে মহাকাশের বাইরের নানা ছবিও তুলবেন। যদি মহাকাশের বাইরে কোনও যান খারাপ হয় যায় তাহলে তাকে সারাইয়ের দায়িত্ব অনেক সময় সেখানকার মানুষদের করতে হয়। সেটাই ফের একবার করে দেখাবেন সুনীতা উইলিয়ামস। বিষয়টি নাসা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রকাশিত করেছে। মহাকাশের বাইরে হেটে বেড়ানোর জন্য বিশেষ ধরণের পোশাক তৈরি করা হয়েছে। সেই পোশাক পরে সুনীতা এবং তার সহযোগী মহাকাশে হাটবেন। 


প্রথম স্পেস ওয়াকের পর দ্বিতীয় স্পেস ওয়াক করার সময় সুনীতার সঙ্গী হবেন বুচ উইলমোর। সেবারে তারা নিজেদের রোবোটিক হাত দিয়ে ফের একবার স্পেস স্টেশনের একটি স্যাটেলাইটের কাজ করবেন। কবে তাকে পৃথিবীতে ফিরবেন সেবিষয়ে এখনও কোনও দিন স্থির করা হয়নি। তবে যদি আরও বেশ কয়েকমাস তাদের সেখানে থাকতে হয় তাহলে তারা কীভাবে সেখানে থাকবেন সেই নিয়েই স্পেস স্টেশনের এই মেরামতি করা হবে।


যদিও সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সুনীতা উইলিয়ামস মহাকাশ থেকে নামবেন পৃথিবীর মাটিতে। বোয়িং স্টারলাইনের নিরাপত্তার জন্যই এই দেরি বলেই খবর মিলেছে। তবে যদি ফে্রুয়ারি মাসে তিনি ফিরতে না পারেন তাহলে তার পৃথিবীতে ফেরা মার্চ মাসেও হতে পারে।