আজকাল ওয়েবডেস্কঃ  নয় মাস জীবনবাজি রেখে মহাকাশে ছিলেন সুনিতা উইলিয়ামস।  কবে ফিরবেন তারও কোনও নিশ্চয়তা ছিল না । অসাধ্য সাধন করে নজির গড়েছেন সুনিতা উইলিয়ামস। আঠেরো মার্চ গোটা বিশ্বে এই মহাকাশচারীর দিকে তাকিয়ে ছিল। তাঁর এই কর্মকাণ্ড গোটা বিশ্বকে চমকে দিয়েছে। 

বুধবার এক্স হ্যান্ডেলে  সুনিতা উইলিয়ামস তাঁর পোষ্য-এর সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন। তাতেই দেখা যাচ্ছে, পোষ্যরা তাঁকে দেখা মাত্রই আনন্দে উদ্বেল হয়ে ওঠে।  আবেগঘন  সুনিতাও সারমেয় দুটিকে জড়িয়ে ধরলেন। এরপর প্রাণ  ভরে আদর করতে শুরু করলেন চারপেয়ে দুটিকে। কুকুররা যে প্রভুভক্ত এ কথা কারোরই অজানা নয়, এই ভিডিওটি যেন তা আরও স্পষ্ট করে দিল। সুনিতার চোখেমুখেও খুশির ছাপ স্পষ্ট। 

ক্যাপশনে  সুনিতা  বাড়ি ফিরে পোষ্যকে কাছে পাওয়ার অনুভব ব্যক্ত করেছেন। ইতিমধ্যেই তার এই ভিডিওটি নজর কেড়েছে নেটিজেনদের।  এমনকি ইলন ম্যাস্কও তাঁর এই ভিডিওটিতে লাইক দিয়েছেন।