আজকাল ওয়েবডেস্ক : মহাকাশ যাদের নেশা তাঁদের পৃথিবী নিজের কাছে রাখতে পারে না। তাই তারা পৃথিবী থেকে নিজেদের নিয়ে যায় বিশাল এক অন্ধকার জগতে। সেখানে ভেসে বেড়াতে তারা বেশি ভালোবাসে। নিজের গোটা জীবন তারা কাটিয়ে দেয় অনন্ত মহাকাশ ধরে।
সম্প্রতি বিজ্ঞানীরা একটি সমীক্ষা করেছেন। সেখানে তারা দেখছেন বহুদিন ধরে যারা মহাকাশের বুকে ভেসে বেড়ান তাঁদের শরীরে বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তাঁদের স্বভাব, খাবার সব পরিবর্তন হয়েছে।
কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের মতে, তিন মাসের বেশি যদি মহাকাশ বুকে কেউ ঘুরে বেড়ান তবে তাঁর লিভার সবথেকে বেশি সমস্যা পড়ে। এর ফলে তাঁর রোজকার খাবার অনেকটা পরিবর্তন হয়। মহাকাশ থেকে যখন সে পৃথিবী আসে তখন তাঁর কোনও খাওয়া ঠিক হজম হয় না। ফলে তাঁর চিকিৎসা করতে হয় তখন।
তাঁদের দেহে এমন নতুন জীবাণু হয় যা পৃথিবী অন্য জীবাণু থেকে একটু আলাদা হয়। একে বাগে আনা তখন অনেক সমস্যা হয়। এমনকি এর থেকে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারে।
পরবর্তীতে এর ফলে জিনগত সমস্যা হতে পারে বলেও উঠে এসেছে এই সমীক্ষা থেকে। তাই নাসা বেশিদিন এদের আর মহাকাশ বুকে না রাখার চিন্তা করছে।
