আজকাল ওয়েবডেস্ক: সাপ নিয়ে কেরামতি দেখাতে গিয়েই ঘটল বিপত্তি। বিষধর সাপ নিয়ে খেলতে খেলতে শেষমেশ কোনওমতে প্রাণে বাঁচলেন এক যুবক। ঘন জঙ্গলে সেই বিষধর সাপ সোজা কামড়ে দেয় তাঁর যৌনাঙ্গে। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই যুবকই। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, যুবকের নাম আনগারা সুজি। তিনি ইন্দোনেশিয়ার বাসিন্দা। ইনস্টাগ্রামে ৩.৫ লক্ষ ফলোয়ার রয়েছে তাঁর। সাপ নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে যুবকের। ঘন জঙ্গলে ঘুরে ঘুরে সাপ খুঁজে, সেগুলির সঙ্গে নানা ধরনের ভিডিও তুলে তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সাপ ধরায় এবং সাপ নিয়ে কেরামতি দেখানোয় বিশেষ পারদর্শী তিনি।
কেরামতি দেখাতে গিয়েই বিপদের সম্মুখীন হলেন আনগারা। ভিডিওতে দেখা গেছে, সাপটি সোজা তাঁর প্যান্টের উপর থেকে যৌনাঙ্গে কামড় বসায়। সেটি কয়েক মিনিট পর্যন্ত একভাবে কামড়ে বসেছিল। সেই সময় নড়াচড়া করেননি যুবক। তবে আতঙ্কে, ভয়ে দরদর করে ঘামতে থাকেন। একসময় সাপটি নিজে থেকেই ছেড়ে যায়।
জানা গিয়েছে, এটি ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায় মূলত। ক্যাট স্নেক বলেন স্থানীয়রা। খুব বিষধর হয় না। ভিডিওটি ইতিমধ্যেই ১৭ মিলিয়ন মানুষ দেখেছেন। যুবকের এই পরিণতি দেখে সকলেই হতবাক। আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি সবুজ রঙের সাপ যুবকের গলায় কামড়ে দেয়। সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। যদিও সেই সাপটি বিষধর ছিল না।
