আজকাল ওয়েবডেস্ক: ফের বিমান দুর্ঘটনা মার্কিন মুলুকে। শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এই ঘটনার মাত্র দু'দিন আগেই ওয়াশিংটনের রেগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমান এবং সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিমানটিতে থাকা ছয় যাত্রীরই মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে উদ্ধারকাজ। বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদসংস্থা এফপি সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিমানটি ফিলাডেলফিয়ার একটি শপিং মলের উপর ভেঙে পড়ে। আশেপাশের বাড়িতেই আগুন লেগে যায়। বহুদূর থেকে সেই আগুনের শিখা দেখা যাচ্ছিল। বিমানটিতে ছয় জন আরোহী ছিলেন। এর মধ্যে শিশুও ছিল। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আশঙ্কা করা হচ্ছে সকলেরই মৃত্যু হয়েছে।
বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কোনও যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা কম। এই দুর্ঘটনার ফলে যদি কেউ আহত হয়ে থাকেন তাঁদের উদ্ধার করার কাজ চলছে। বিমানের উড়ান তথ্যে দেখা গিয়েছে, সন্ধ্যা ৬:০৬ মিনিটে বিমানবন্দর থেকে উড়ানের পর ১,৬০০ ফুট উচ্চতায় ওঠে যায়। এর প্রায় ৩০ সেকেন্ড পরে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি।
বৃহস্পতিবার ওয়াশিংটনের রেগান বিমানবন্দরের কাছে একটি যাত্রিবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। যাত্রিবাহী বিমানটিতে মোট ৬৪ জন ছিলেন। চপারে ছিলেন পাইলট-সহ তিন জন। ওই দুর্ঘটনায় ৬৭ জনেরই মৃত্যু হয়েছে।
