আজকাল ওয়েবডেস্ক: স্কাইডাইভিং অনেকের অতি পছন্দের। বিপুল উত্তেজনা, আগ্রহ, উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করে থাকেন এই স্কাই ডাইভিংয়ের। কিন্তু প্রশিক্ষকের যা পরিণতি হল, ভয় ধরাচ্ছে উৎসুকদের মনে।

 

 বুধবার ভয়াবহ ঘটনা ঘটেছে ব্রাজিলে। সেখানকার সাও কনরাডোতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। হোস দে অ্যালেনকার লিমা জুনিয়র, বয়স ৪৯। পেশায় স্কাই ডাইভিং প্রশিক্ষক। তিনি প্রাক্তন সেনা প্যারাট্রুপার। একটি ভিডিওতে ধরা পড়েছে তাঁর মর্মান্তিক পরিণতি। 

 

 লিমা দুই দশকের বেশি সময় ধরে দক্ষতার সঙ্গে স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। রিও ডি জেনিরোর ঠিক পাশে পেড্রা বোটানিতে একটি পাহাড় থেকে প্যারাগ্লাইডিংয়ের মতো ঝুঁকিপূর্ণ একটি কাজ করছিলেন। কিন্তু কিছুদূর এগিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। 

 

কিন্তু কেন এই দুর্ঘটনার সম্মুখীন হলেন তিনি? স্কাইডিভিংয়ের যন্ত্রপাতি ত্রুটিপূর্ণ ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। অনেকেই বলছেন, এই দুর্ঘটনার কারণ লিমার নিজের পদক্ষেপ। তিনি নাকি ঝাঁপ দেওয়ার সময় সঠিক পদ্ধতি অবলম্বন করেননি।

 

লিমা জার্মানিতে থাকতেন। পরিবারের সঙ্গে দেখা করার জন্য ব্রাজিলে এসেছিলেন। ব্রাজিলিয়ান সেনাবাহিনীর প্যারাসুট পদাতিক ব্রিগেডের প্যারাট্রুপার হিসেবে কাজ করেছেন। লিমার মৃত্যুর খবরে ভেঙে পড়েছে তাঁর পরিবার। সকলেই স্মরণ করছেন স্কাইডাইভিংয়ে তাঁর অসম্ভব দক্ষতার কথা।