আজকাল ওয়েবডেস্ক: নিউ ইয়র্কের হাডসন নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার। মৃত পাইলট সহ ছয় জন। এক স্প্যানিশ পরিবার হেলিকপ্টারে করে দর্শনীয় স্থান দেখতে বেরিয়েছিলেন। কিন্তু আচমকাই সেটি হাডসন নদীতে ভেঙে পড়ে। হেলিকপ্টারে ছিলেন ৬ জন। পাইলট ও এক স্প্যানিশ পরিবারের পাঁচ সদস্য। সকলেই মৃত। মৃতদের মধ্যে আছেন সিয়ামেন্সের এক্সিকিউটিভ ও স্পেন শাখার প্রধান অগাস্টিন এসকোবার, তাঁর স্ত্রী মার্সি ক্যাম্পরুবি মন্টাল ও তাঁদের তিন সন্তান।
জানা গিয়েছে, ঘটনাস্থলেই চার জন মারা যান। গুরুতর জখম দু’জন মারা যান হাসপাতালে। শহরের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, ‘সকলকেই নদী থেকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু কাউকেই বাঁচানো যায়নি।’
হেলিকপ্টারটি যখন নদীতে ভেঙে পড়ছে, তখন আশপাশে অনেকগুলি নৌকা ছিল। তারাই উদ্ধারকাজ চালান। হাডসন নদীর বিপরীত দিকে অবস্থিত নিউ ইয়র্ক এবং নিউ জার্সির পুলিশ বিপর্যয় বাহিনীর জাহাজ নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। জানা গেছে, হেলিকপ্টারটি ভাড়া করা হয়েছিল। খারাপ আবহাওয়ার জন্যই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ হেলিকপ্টারটি স্কাইপোর্ট শহরের কেন্দ্রস্থল থেকে ওড়ে। এরপর ম্যানহাটনের উপকূলরেখা ধরে ওয়াশিংটন সেতুর দিকে যাওয়ার সময় ঘটে বিপত্তি। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে গিয়ে পড়ে।
স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, সপরিবারে নিউ ইয়র্ক শহরটি দেখতে বেরিয়েছিলেন এসকোবার। হঠাৎই মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় কপ্টারটি। তার পর মুখ থুবড়ে পড়ে হাডসন নদীতে। মুহূর্তেই আগুন ধরে যায় সেটিতে। জানা গেছে মাত্র ১৮ মিনিট নিউ ইয়র্ক শহরে চক্কর কাটার পরেই ঘটে বিপর্যয়। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
