আজকাল ওয়েবডেস্ক: বাড়ি বিক্রির জন্য সুন্দর সাজানো ঘরের ছবি অনেক সময়েই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মালিকরা। যা একনজরে দেখে অভিভূত হয়ে যান ক্রেতারা। কিন্তু সম্প্রতি এক বিলাসবহুল বাড়ির ছবি ঘিরে জোর চর্চা সমাজমাধ্যমে। ওই বাড়িটি কেনা তো দূর অস্ত, বাড়ির একটি ঘরের ছবি দেখেই আঁতকে উঠেছেন নেটিজেনরা।
জানা গেছে, বাড়িটির দাম ছয় কোটি টাকা। সেই স্বপ্নের বাড়ির সবকটি ঘরের ছবি আপলোড করা হয়েছিল। কিন্তু রান্নাঘরের ছবিটিতে সকলের নজর আটকে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ব্রিটেনের নটিংহ্যামে সেকেন্ড অ্যাভিনিউয়ে বাড়িটি রয়েছে। তিনতলা বাড়িতে মোট পাঁচটি বেডরুম। বাড়ির সামনে বড়সড় একটি সাজানো বাগান রয়েছে।
এস্টেট এজেন্ট ফ্র্যাঙ্ক ইনিস বাড়িটির ছবি পোস্ট করে লিখেছেন, যারা শান্তি, সাচ্ছন্দ্য, এবং বিলাসবহুল বাড়ির খোঁজ করছেন, এটা তাঁদের জন্য। কিন্তু বাড়িটির রান্নাঘরের ছবিটি পোস্ট করতেই ঘটে বিপত্তি। রান্নাঘরের ছবি দেখেই সন্দেহ ঘনায় সকলের। অনেকেরই মনে হয়েছে, এটি আদতে একটি ভুতুড়ে বাড়ি।
কেন এমন ধারণা নেটিজেনদের? একটি ছবিতে দেখা গেছে, রান্নাঘরের জানলায় কয়েকজনের ছবি ফুটে উঠেছে। তাঁদের ছবিটিও ঝাপসা। কারও উপস্থিতি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এমনকী সকলের পরনেই পুরনো দিনের পোশাক। একটি টেবিলে মুখোমুখি বসে সকলে গল্প করছেন। মর্ডান কিচেনে এমন ছবি কেন ভেসে উঠল?

অনেকেরই ধারণা, ওগুলো আসলে ভূত! রান্নাঘরের জানলা দিয়েই তাদের উপস্থিতি টের পাওয়া গেছে। আবার একজন লিখেছেন, হয়তো পুরনো ছবির রিফ্লেকশন পড়েছে। একজন আবার লিখেছেন, দৃশ্যটি অনেকটা সিনেমার মতো। জেমস বন্ডের ছবিতে এমন দৃশ্য দেখা যেত। আবার একজনের মতে, এটাই হয়তো মার্কেটিং স্ট্র্যাটেজি।
ভুতুড়ে বাড়ির জল্পনা ছড়িয়ে পড়লেও, বাড়িটি লোভনীয় একটি জায়গায় রয়েছে। যেখানে বাড়ি কেনার জন্য মুখিয়ে থাকেন বহু মানুষ। সেন্ট্রাল নটিংহ্যাম। চারপাশের পরিবেশ, সবুজে ঘেরা বাড়ি, ফুলের বাগান, বিরাট বিরাট বেডরুম, বাড়ির অন্দরমহল, ঘরের রং, সবটাই ছিল নজরকাড়া। যা অনেকের কাছে স্বপ্নের বাড়িই বটে। তবে জল্পনার জেরে আদৌ সেটি বিক্রি হয়েছে কিনা, তা জানা যায়নি।
প্রসঙ্গত, কোটি টাকার বাড়ি কিনে অতীতে অনেকেই চরম ভোগান্তির শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের কেলারটোনে। নিজেদের নতুন বাড়ি কিনেছিলেন ওয়াল্টার ব্রাউন ও শারন কেলি। চারটি বেডরুমের এই বাড়ি কেনার জন্য গত কয়েক বছর ধরে টাকা জমাচ্ছিলেন তাঁরা। শেষমেশ প্রায় চার কোটি টাকা খরচ করে বাড়িটি কেনেন। কিন্তু বাড়ির জানলা খুলতেই তাঁদের চোখ ছানাবড়া।
ওয়াল্টার ও শারন জানিয়েছেন, তাঁদের ধারণা ছিল বাড়িটির জানলা দিয়ে দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে। কিন্তু জানলা খুলে দেখা যায় নোংরা, পচা দুর্গন্ধযুক্ত আবর্জনার স্তূপ। কোনও জানলাই খোলা যাচ্ছে না। খুললেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে গোটা বাড়িতে। যা স্বাভাবিক জীবনযাপনের জন্য একেবারেই অযোগ্য।
এরপরই বাড়ির আগের মালিকের সঙ্গে যোগাযোগ করেন দম্পতি। এখনও পর্যন্ত আবর্জনা পরিষ্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। দম্পতি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে জায়গাটি পরিষ্কার করা হবে, এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন আগের মালিক। কিন্তু কয়েক মাস পেরিয়েও সমস্যার সমাধান হয়নি। বাড়িতে পৌঁছনোর রাস্তাটিও যাতায়াতের জন্য অযোগ্য। যা সম্পূর্ণ লুকিয়ে রেখেছিলেন তিনি। 'স্বপ্নের বাড়ি' কেনার পর রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েছেন দম্পতি।
