আজকাল ওয়েবডেস্ক: মা মারা গিয়েছেন। কিন্তু মেয়ের মনে রয়ে গিয়েছে মায়ের অপূর্ণ ইচ্ছা। আর সেসব পূরণ করতেই উদ্যোগ। নিজের উদ্যোগ সম্পন্ন করে মেয়ে পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে চোখ ভিজল নেটিজেনদের।

বছর ২৪-এর কারা মেলিয়া, মায়ের স্বপ্ন পূরণ করছেন। মা নেই। কিন্তু মায়ের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে বদ্ধ পরিকর মেয়ে। অনেক ভেবে সিদ্ধান্ত নেন। তারপর, মায়ের ছাই বোতল বন্দি করে ভাসিয়ে দিয়েছেন সমুদ্রে।

ওল্ডহ্যামের কারা মেলিয়া তার মা ওয়েন্ডি চ্যাডউইকের বিশ্ব ভ্রমণের স্বপ্নকে সম্মান জানিয়েছেন যেভাবে, তাতে আবেগ আপ্লুত অনেকেই। জানা গিয়েছে, কারার মা, ওয়েন্ডি মোট পাঁচ সন্তানের মা। ৫১ বছর বয়সে তিনি মারা যান। কিন্তু সন্তানের বড় করা, পরিবারের একাধিক কাজের মাঝে দিনে দিনে চাপা পড়ে গিয়েছিল তাঁর বিশ্ব ভ্রমণের স্বপ্ন।  কারা মায়ের দেহাবশেষ ছাই স্কেগনেসের সমুদ্রে ভাসিয়ে দেন।

তাঁর ভাবনা ছিল, ঢেউয়ে ভেসে ভেসে বোতল ঘুরবে দেশ থেকে দেশান্তরে। তাঁর মা ভ্রমণ করবেন এক দেশ থেকে আর এক দেশে। ছুঁয়ে যাবেন সেখানকার সৈকত, বালি রাশি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অনুযায়ী, কারা ওই বোতলটি সমুদ্রে ভাসিয়ে দেওয়ার প্রায় ১২ ঘণ্টা পর, সেটি অন্য এক সৈকতে গিয়ে উঠেছিল। 

যিনি পেয়েছিলেন, তিনি আবার সেটিকে ভাসিয়ে দিয়েছেন সমুদ্রে। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কারার মা, আপনি ভালভাবে ভ্রমণ করুন। পোস্ট দেখে চোখে জল নেটিজেনদের।