আজকাল ওয়েবডেস্ক: ক্যানসারের কারণে অস্ত্রোপচার করে বাদ গিয়েছিল একটি স্তন। তারপরেও ফিরে আসে কর্কট রোগ। এবার নিজের স্তন ক্যানসার সারাতে নিজের ল্যাবে বেড়ে ওঠা ভাইরাসের সাহায্য নিলেন এক বিজ্ঞানী। এই উপায়ে সফল হলেন তিনি। বিজ্ঞানীর কীর্তিতে শোরগোল পড়েছে চিকিৎসা ক্ষেত্রে। 

 

সম্প্রতি নেচার পত্রিকায় বিজ্ঞানী বিটা হ্যালাসির ক্যানসার জয়ের কাহিনি প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, আগেই তাঁর বাম স্তন ক্যানসারের কারণে বাদ দেওয়া হয়েছিল। ২০২০ সালে আবারও স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। তবে এবার আর কেমোথেরাপির সহায়তা নেননি তিনি। নিজের ল্যাবরেটরিতে বেড়ে ওঠা ভাইরাস দিয়েই সারালেন ক্যানসার। 

 

হ্যালাসি জানিয়েছেন, তিনি অনকোলাইটিক ভাইরোথেরাপি বা ওভিটি পদ্ধতি অবলম্বন করে ক্যানসারমুক্ত হয়েছেন। ক্যানসার চিকিৎসায় এটি একটি আধুনিক পদ্ধতি। যা প্রাথমিক পর্যায়ের ক্যানসার রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই এই পদ্ধতির প্রয়োগ করা হয়েছে। ল্যাবরেটরিতে ভাইরাস নিয়ে কাজ করতে করতে ওভিটি পদ্ধতি প্রয়োগ করার চিন্তাভাবনা করেন তিনি। 

 

একটি হামের ভাইরাস এবং একটি ভেসিকুলার স্টোমাটাইটিস ভাইরাস নিয়ে পরীক্ষানিরীক্ষা করে ইনজেকশন দিয়েছিলেন। এরপরই তাঁর টিউমারটি ছোট হয়ে আসে। এরপর অস্ত্রোপচারের পর তাঁর টিউমারটি বের করে আনা হয়। বর্তমানে সম্পূর্ণ ক্যানসারমুক্ত হ্যালসি। নিজের পরীক্ষাগারে দীর্ঘ গবেষণার পর ভাইরাসের মাধ্যমে ক্যানসার জয়ে বেজায় খুশি তিনি।