আজকাল ওয়েবডেস্ক: প্লাস্টিকের দূষণ এমন একটি বিষয় যা আগামীদিনে গোটা বিশ্বকে বিরাট বিপদের সামনে আসবে। এখান থেকে মুক্তির সহজ উপায় নেই। তবে এবার বিজ্ঞানীরা নিয়ে এলেন অন্য এক ধরণের উপায়।
 
 বিজ্ঞানীরা এবার নতুন ধরণের প্লাস্টিক তৈরি করেছেন। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে দ্রুত জলের সঙ্গে মিশে যাবে। মাত্র কয়েকঘন্টার মধ্যে এই প্লাস্টিক জলে মিশে যাবে। ফলে সেখানে প্লাস্টিক নিয়ে খানিকটা হলেও সমস্যা মিটবে।
 
 তবে এখান থেকে আরও একটি প্রশ্ন সামনে আসছে। যদি জলে এত দ্রুত প্লাস্টিক মিশে যায় তাহলে সেখানে জলদূষণ কোন পর্যায়ে যাবে সেটি নিয়ে এবার প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা। যদি জলে অতি দ্রুত প্লাস্টিক মেশে তাহলে সেখানে জলের পরিবেশ আরও খারাপ হবে। এমনকি জলের প্রাণীরাও এরফলে ক্ষতিগ্রস্ত হবে। সেখানে তাদের জীবন বিপন্ন হবে।
 
 প্লাস্টিক হল এমন একটি বস্তু যা সহজে নষ্ট হয় না। সেখানে একে নষ্ট করতে হলে পুড়িয়ে দেওয়া যায় বা একে অন্য কোনওভাবে পরিবর্তন করা যায়। তবে সেই কাজটিও বেশ কঠিন। ফলে এখনই জলে মেশা প্লাস্টিক নিয়ে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। জলে মেশার পর এই প্লাস্টিক কোনও নতুন বিপদ ডাকবে কিনা সেটা এখন লাখ টাকার প্রশ্ন।
 
 জল হল এমন একটি তরল যেখানে সকলকে সে নিজের মধ্যে মিশিয়ে নিতে চায়। তবে জলের অনুতে যদি প্লাস্টিক মেশে তাহলে সেখান থেকে জলের মধ্যের পরিবেশে বিশেষ প্রভাব পড়বে। সেখানে মাইক্রো প্লাস্টিক হিসেবে জলের মধ্যে থেকে যাবে কণা। এবার যদি সেই প্লাস্টিক ফের পানীয় জলের সঙ্গে মিশে এসে মানুষের দেহে প্রবেশ করে তাহলে তার ফল হবে মারাত্বক।
 
 এই জল মানুষের দেহে গিয়ে নানা ধরণের সমস্যা তৈরি করবে। ফলে সেই দিকটাও মাথায় রয়েছে গবেষকদের। তারা নিজেদের এই কাজকে তাই এখন চালু করার কথা ভাবছে না। এবিষয়ে আরও গবেষণা দরকার বলেই মনে করা হচ্ছে।
