আজকাল ওয়েবডেস্ক: ২০১২ সালের চাঞ্চল্যকর ঘটনা এখনো ইন্টারনেটজুড়ে আলোচনার কেন্দ্রে। সৌদি আরবের জিজান অঞ্চলে ২০১২ সালে এমন এক ঘটনা সামনে আসে, যা শুনলে মনে হতে পারে কোনো নাটকীয় টেলিভিশন ধারাবাহিকের কাহিনি। এক ব্যক্তি, বয়স প্রায় পঞ্চাশের কোঠায়, বিয়ে করেন একসঙ্গে চারজন নারীকে—যাঁরা প্রত্যেকেই একই স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন, তবে ভিন্ন ভিন্ন ভূমিকায়। একজন ছাত্রী, একজন সেই ছাত্রীর শিক্ষিকা, তৃতীয়জন স্কুলের প্রিন্সিপাল, এবং চতুর্থজন ওই স্কুলের শিক্ষা পরিদর্শক!
সৌদি সংস্কৃতিতে বহুবিবাহ আইনত স্বীকৃত ও সামাজিকভাবে গ্রহণযোগ্য হলেও, এই ঘটনার বিশেষত্ব ছিল এই চার নারীর একই শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্ত থাকা। একে কাকতালীয় বলবেন, না কি পরিকল্পিত পদক্ষেপ—সেই নিয়ে ইন্টারনেটে বিস্তর আলোচনা চলেছিল।
সবচেয়ে অবাক করা বিষয়, এই জটিল ব্যক্তিগত সম্পর্কের পরেও স্কুলে শিক্ষাদান প্রক্রিয়া বা পেশাদার আচরণে কোনো ব্যাঘাত ঘটেনি। সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, স্কুলে কাজ চলেছে স্বাভাবিক গতিতে। ছাত্রীরা কিংবা সহকর্মীরা কেউই কোনো বিশৃঙ্খলার মুখোমুখি হননি। চার স্ত্রী নিজেদের দায়িত্ব অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন এবং পরস্পরের সঙ্গে শালীন ব্যবহারে মুগ্ধ করেছেন সকলকে।
সৌদি সমাজে বহু বিবাহ নতুন কিছু নয়, তবে এই বিশেষ ঘটনা অনন্য হয়ে রইল একই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চার নারীকে বিবাহ করার জন্য। আজও এই ‘স্কুল বিয়ে কাণ্ড’ সৌদি আরবের অন্যতম আলোচিত এবং চর্চিত বাস্তব কাহিনি হয়ে রয়েছে।
