আজকাল ওয়েবডেস্ক: গত সপ্তাহেই ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের একটি গুদাম ধ্বংস হয়ে গিয়েছে। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছিল, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে, এই অভিযোগ উড়িয়ে দিল মস্কো। ভারতে রাশিয়ার দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যে, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সম্ভবত কুসুম হেলথকেয়ারের গুদামে আঘাত হানে, যার ফলে গুদামে আগুন লেগে যায়।

রাজীব গুপ্তার মালিকানাধীন কুসুম ইউক্রেনের বৃহত্তম ফার্মা ফার্মগুলির মধ্যে একটি। কোম্পানির পণ্যগুলি ইউক্রেন জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা মৌলিক ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করে বলে একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে। তারা বলেছে যে ক্ষেপণাস্ত্র নয়, একটি ড্রোন গুদামে সরাসরি আঘাত করেছে।

বিবৃতিতে মস্কো অভিযোগ করেছে যে, বেসামরিক এলাকায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সম্পদ "মানব ঢাল" হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাশিয়ার দাবি, "এটাও মনে রাখা উচিত যে, ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য এটি একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে যে- তারা বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে শহরাঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রকেট লঞ্চার, কামান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করে।"

ভারতে ইউক্রেনের দূতাবাসের অভিযোগের জবাবে, নয়াদিল্লিতে অবস্থিত রাশিয়ান দূতাবাস জানিয়েছে যে, "রাশিয়ান সশস্ত্র বাহিনী গত ১২ এপ্রিল কিয়েভের পূর্বাঞ্চলে অবস্থিত কুসুম হেলথকেয়ারের ফার্মেসি গুদামে আক্রমণ করেনি বা আক্রমণ করার পরিকল্পনা করেনি। সেই দিন, রাশিয়ান কৌশলগত বিমান, স্ট্রাইক মনুষ্যবিহীন বিমান যান এবং ক্ষেপণাস্ত্র বাহিনী সম্পূর্ণ ভিন্ন স্থানে অবস্থিত ইউক্রেনীয় সামরিক শিল্প কমপ্লেক্সের একটি বিমান কারখানা, একটি সামরিক বিমানক্ষেত্রের অবকাঠামো এবং সাঁজোয়া যানবাহন মেরামত এবং ইউএভি কর্মশালায় আঘাত হানে।" বলা হয়েছে যে, রাশিয়ান সশস্ত্র বাহিনী বিশেষ সামরিক অভিযানের সময় কখনও বেসামরিক জায়গাকে লক্ষ্যবস্তু করেনি।