আজকাল ওয়েবডেস্ক: পিৎজা, বহু মানুষের প্রিয় খাবার। অনেকেই এমন আছেন, যাঁরা পিৎজা শুনলেই, একপায়ে রাজি। কেউ ভেজ পিৎজা খান, এক্সট্রা চিজ দিয়ে, কেউ আবার চিকেন, সসেজ, সালামি দিয়ে পিৎজা পছন্দ করেন। তবে পাইনঅ্যাপেল পিৎজার নাম শুনেছেন? তার দাম আরও চমকে যাওয়ার মতো।
লুপা পিৎজা, এই রেস্তরাঁর মালিক, কর্মীরা আচমকা এই বিশেষ খাবার নিয়ে নয়া ভাবনা চিন্তা করে, কিছুটা স্বাদ বদল করতেই, বানিয়ে ফেলেছেন এমন এক স্বাদের পিৎজা, যার নাম শুনেই চমকে উঠছেন অনেকে। অনেকেই ভিড় জমিয়ে খাচ্ছেন, অনেকেই জানতে চাইছেন, খেতে কেমন?
পাইনঅ্যাপেল পিৎজা নিয়ে এখন জোর চর্চা আমেরিকায়। ভোজনরসিকদের কাছে রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছে এই খাবার। কারণ, মিষ্টি পিৎজা, ব্যাপারটাই অনেকে বুঝতে পারেন না, ভাবতেও পারেন না। ওই রেস্তরাঁর দুই কর্ণধারের মধ্যেও এই বিষয়ে মত পার্থক্য। একজন একেবারে পছন্দ করেন না, একজন খুব পছন্দ করেন।
তবে কোনও কোনও ভোজনরসিকের ভাল লাগবে, এই আশায়, আমেরিকার নরউইচের লুপা পিৎজা বড় পদক্ষেপ নিয়ে বানিয়ে ফেলেছে আনারসের পিৎজা। একদিকে জোর চর্চা স্বাদ নিয়ে, অন্যদিকে আলোচনা তার দাম নিয়েও। একটি হাওয়াইয়ান পিৎজার দাম পড়ছে ভারতীয় মূল্যে প্রায় ১০ হাজার ৫০০ টাকা।
