আজকাল ওয়েবডেস্ক: গিয়েছিলেন মাত্র আট দিনের জন্য, তবে নির্ধারিত সময়ে ফিরতে পারেননি। ফিরলে নয় মাস পরে। ২৭৮ দিন আন্তর্জাতির স্পেস স্টেশনে কাটিয়েছেন নভশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। একাধিক বাধা পেরিয়ে শেষপর্যন্ত নাসা ও স্পেস এক্স বিশেষ অভিযানে ফিরিয়ে এনেছে তাঁদের। প্রশ্ন উঠেছে, অতিরিক্ত সময় আটকে থাকার জন্য় কি অতিরিক্ত টাকা পাবেন সুনীতা, বুচ ইউলমোররা?

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, অতিরিক্ত দিন মহাকাশে কাটানোর জন্য সুনীতাদের কোনও বাড়তি টাকা দেওয়া হবে কি না। সেই প্রশ্ন শুনেই প্রেসিডেন্ট বলেন, "এটা আমাকে আগে কেউ কখনও বলেনি। আমাকে যদি বলা হয়, আমি নিজের পকেট থেকেও দিতে পারি।" এরপর 'ইনসিডেন্টাল'-এর টাকা সম্পর্কে তাঁকে অবগত করা হলে ট্রাম্প বলেন, "এটুকুই সব? ওঁরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, তাতে এটা কিছুই নয়।"

নাসার বিজ্ঞানী, মহাকাশচারীরা ফেডারেল কর্মচারী। যার অর্থ সুনীতা-বুচ-রা অন্যান্য সরকারি কর্মচারীদের মতো বেতন পান। তবে তাঁরা বর্ধিত মিশনের জন্য অতিরিক্ত বেতন পান না। ফলে ওভারটাইম পান না তাঁরা। মহাকাশ মিশনকে সরকারি কর্মচারীদের মতো সরকারী ভ্রমণ হিসাবেই বিবেচনা করা হয়।

 

?ref_src=twsrc%5Etfw">March 21, 2025

থাকা, খাওয়া ও যাতায়াতের জন্য নাসা-র তরফে টাকা দেওয়া হয়। এছাড়া একটি বিশেষ পেমেন্ট করা হয়, যাকে বলে 'ইনসিডেন্টাল'। সুনীতা ইউলিয়ামরা কত ইনসিডেন্টাল পাবেন? জানা গিয়েছে, ২৮৬ দিন মহাকাশে কাটিয়েছেন সুনীতা ও বুচ। তাঁরা প্রত্য়েকে ইনসিডেন্টাল হিসেবে ১৪৩০ ডলার পাবেন, যা ভারতীয় মুদ্রায় যা ১ লাখ ২২ হাজার ৯৮০ টাকা। নাসার এই মহাকাশচারীদের বেতন ৯৪,৯৯৮ ডলার থেকে ১২৩,১৫২ ডলারের মধ্যে। ভারতীয় মুদ্রায় বেতন ৮১,৬৯,৮৬১ টাকা থেকে ১,০৫,৯১,১১৫-এর মধ্যে।

ওভাল অফিসে এক সাংবাদিক বৈঠকে  প্রেসিডেন্ট ট্রাম্প নাসার মহাকাশচারীদের দেশে ফিরিয়ে আনার জন্য ইলন মাস্ককে ধন্যবাদ জানান। তিনি বলেন, "যদি আমাদের ইলন না থাকে তাহলে আর কে তাদের মহাকাশে নিয়ে যাবে? ৯-১০ মাস মহাকাশে থাকার পর শরীর খারাপ হতে শুরু করে। ভাবুন যদি আমাদের সময় না থাকে? তিনি (ইলন মাস্ক) এখন অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন।" মার্কিন রাষ্ট্রপতি বলেন।"