আজকাল ওয়েবডেস্ক: ইরান-ইজরায়েলের সংঘর্ষবিরতি হলেও, পরিস্থিতি যে সম্পূর্ণ স্বাভাবিক নয়, কিংবা আগের মতো আর নয়, তা স্পষ্ট হচ্ছে দিনে দিনে। এবার দুই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত ইরানের। খামেনেইয়ের দেশ সাফ জানিয়ে দিল, নেতানিয়াহু, ট্রাম্প 'ঈশ্বরের শত্রু'। এখন ওঁদের সময় আফশোস করার। দুই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে ফতোয়া জারি ইরানে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের শীর্ষস্থানীয় শিয়া ধর্মগুরু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি 'ফতোয়া' বা ধর্মীয় ফরমান জারি করেছেন। যেখানে তাঁদের 'ঈশ্বরের শত্রু' বলে অভিহিত করা হয়েছে।

 গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজির ফরমানে বিশ্বজুড়ে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার এবং ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দেওয়ার জন্য আমেরিকান ও ইসরায়েলি নেতাদের উৎখাত করার আহ্বানও জানানো হয়েছে।

এখানেই শেষ নয়। ফতোয়ায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ‘ফতোয়ায় মুসলিম বা ইসলামী রাষ্ট্রগুলির পক্ষ থেকে ঐ শত্রুর প্রতি যে কোনও সহযোগিতা বা সমর্থন হারাম বা নিষিদ্ধ। বিশ্বজুড়ে সকল মুসলমানের জন্য এই শত্রুদের তাঁদের কথা এবং ভুলের জন্য অনুতপ্ত হতে হবে এবার।‘


ইরানের ধর্মগুরুদের ফতোয়া জারি করার ঘটনা নতুন নয়। এর আগেও বিশ্ব এই ধরনের সিদ্ধান্ত দেখেছে। কিন্তু এবার ফতোয়া সরাসরি দুই রাষ্ট্রনেতার বিরুদ্ধে।