আজকাল ওয়েবডেস্ক: যারা এআইকে নিজেদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হিসাবে মনে করছেন তারা নিজের সর্বনাশ নিজেই ডেকে নিয়ে আসছেন। এবিষয়ে সকলকে সতর্ক করলেন গুগুলের প্রাক্তন সিইও এরিক। তিনি জানিয়েছেন মানুষ প্রযুক্তির হাত ধরে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছে সেটা যেমন সঠিক, ঠিক তেমনিভাবে যদি তাকে নিজেদের জীবনের বিশেষ অঙ্গ হিসাবে মনে করেন তাহলে তারা মারাত্বক ভুল করবে।
যারা এআইকে নিয়ে নিজেদের জীবন কাটাতে চান তাহলে তারা নিজেদের জীবনের সবথেকে বড় ভুলটি করবেন। এআই একটি প্রোগ্রাম দিয়ে চলে তাই সেখান থেকে নিজের অজানা প্রশ্নের উত্তর পাওয়া গেলেও তাকে সঙ্গে নিয়ে চলা যায় না। মানুষের জীবনে কিছু ধর্ম রয়েছে সেগুলিকে যদি তারা মেনে না চলে তাহলে একসময় মানুষ জাতি বিপন্ন হয়ে পড়বে। ভালবাসা হল সেই আবেগ যাকে সঙ্গে করে নিয়ে মানুষ ছোটো থেকে বড় হয়।
জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষ ভালবাসাকে সঙ্গে করেই এগিয়ে যায় সেখানে কোনও এআই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ নিজের বুদ্ধি দিয়ে এআইকে তৈরি করেছে। এআই মানুষকে তৈরি করেনি। তবে বর্তমান সময়ে মানুষ এআইয়ের পিছনে ঝড়ের গতিতে ছুটছে।
সেখানে ১২ বছরের শিশু থেকে শুরু করে ৬২ বছরের বৃদ্ধ সকলেই নিজেদের বুদ্ধির চেয়ে এআইকেই ভরসা করছে। জীবনে যদি সঠিক সঙ্গী না থাকে তবে জীবন ধীরে ধীরে অচল হয়ে পড়ে। সেই ঘাটতি কখনই এআই নিয়ন্ত্রণ করতে পারে না। যদি এটাই মানবজাতির ভবিষ্যত হয় তাহলে বিশ্বে মানুষের অস্তিত্ব সঙ্কটে পড়বে।
