আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে বাড়ছে উত্তাপ। এর জেরেই পাকিস্তানের স্টক মার্কেটে বিশাল ধস নামল। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে প্রাণ হারিয়েছেন ২৬ জন নীরিহ মানুষ। এরপর থেকেই ধীরে ধীরে গলার সুর চড়িয়েছে ভারত। পাল্টা চুপ করে বসে থাকেনি পাকিস্তানও। তবে এদিন একেবারে ধসে গেল পাকিস্তানের শেয়ার মার্কেটের পোর্টাল।
পিএসএক্স পোর্টালে গেলেই সেটি দেখাচ্ছে আমরা ফিরছি কিছু সময় পর। বর্তমানে এই পরিষেবা মিলবে না। এর আগে টানা দুদিন ধরে পাকিস্তান শেয়ার বাজারে বিরাট ধস নামে। বৃহস্পতিবার সেখানে ধসের পরিমান ছিল ২ হাজার ৪৮৫.৮৫ পয়েন্ট। মাত্র ৫ মিনিটের জন্য খুলেছিল পাকিস্তানের স্টক মার্কেট। তাতেই এই বেহাল দশা সামনে চলে আসে। বুধবার ২ হাজার ৫০০ পয়েন্ট নিচের দিকে থাকে পাকিস্তানের স্টক মার্কেট।
এরপর শুক্রবার পাকিস্তানের শেয়ার বাজারের ওয়েবসাইট দেখা যাচ্ছে না। শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন ভারত-পাকিস্তানের টেনশন যত বাড়বে তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে উল্টো সুর গাইছে পাকিস্তান। তারা জানিয়েছে ওয়েবসাইটে কাজ চলছে তাই বর্তমানে সেটিকে বন্ধ করে রাখা হয়েছে। দ্রুত ফের সেটি চালু হয়ে যাবে। তবে এবিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
মনে করা হচ্ছে ভারত-পাকিস্তানের মধ্যে টেনশন যত বাড়ছে তার সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানের স্টক মার্কেটে। পাকিস্তানের বিনিয়োগকারীর দুই দেশের এই চাপ বেশ ভালমতোই অনুভব করতে পারছেন।
পহেলগাঁও হামলার তিনদিন পরে যখন উত্তপ্ত দুই দেশের পরিস্থিতি। তখনই ভারতকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তান। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের দিক থেকে গুলি উড়ে এসেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর যে পাকিস্তানি পোস্ট বা ঘাঁটি রয়েছে, সেখান থেকেই গুলি চালানো হয়েছে। ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানকে। গুলির লড়াইয়ে ভারতের দিকে কোনও হতাহতের খবর মেলেনি। পাকিস্তানে কোনও প্রাণহানি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
