আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরেই চর্চায় পাকিস্তান। কারণ, অতিরিক্ত দূষণ। পাকিস্তানের বেশকিছু জায়গায় বায়ুদূষণের পরিস্থিতি রীতিমত ভয় ধরাচ্ছে বিশ্বজুড়ে। ভয়াবহ দূষণের পরিস্থিতিতে, নিয়ন্ত্রণে জন্য আর্জি জানিয়েছে খোদ ইউনিসেফ।
দিনকয়েক আগেই জানা গিয়েছিল মুলতানে ৭৬০ থেকে একিউআই বেড়ে দাঁড়িয়েছে ১৯১৪তে। লাহোর এবং মুলতান দুই শহরের অবস্থা ভয়াবহ। আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য বলছে, শুক্রবার সকালে মুলতানের একিউআই ২০০০ ছাড়িয়ে গিয়েছিল। বায়ু দূষণের কারণে সেখানে দিনে দিনে কমছে বাতাসের দৃশ্যমানতা। পথ দুর্ঘটনার ঘটনাও ঘটেছে সেখানে। দুর্ঘটনায় পরপর বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
পাকিস্তানের পাঞ্জাবের পরিস্থিতি আরও খারাপ। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ১৭ নভেম্বর পর্যন্ত সেখানকার বেশকিছু জায়গায় স্কুল, জাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের ভয়াবহ দূষণের ছবি প্রকাশ করেছে নাসা। ঘন-কালো-ধোঁয়াশা পাকিস্তানের উপর পুরু চাদরের মত বিছিয়ে রয়েছে, সেই ছবি তুলে ধরেছে নাসা।
ইউনিসেফ বলছে, এই ভয়াবহ দূষণ পরিস্থিতির কারণে সেখানকার পাঁচ বছরের নিচে ১১ মিলিয়ন শিশুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বলা হচ্ছে, এই মুহূর্তে পাকিস্তানের ওই দূষিত জায়গাগুলিতে শ্বাস নিয়ে বেড়ে উঠছে যেসব শিশু, তাদের স্বাস্থ্যের মান খারাপ হচ্ছে দিনে দিনে। ইউনিসেফ এও জানিয়েছে, এর আগের বছর, পাকিস্তানে ৫ বছরের কম বয়সী যেসব শিশুর মৃত্যু হয়েছিল, তাদের মধ্যে ১২ শতাংশ শিশুর মৃত্যুর কারণ দূষণ।এই দূষণের পরিস্থিতিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন গর্ভবতীরা, সেই আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে ইউনিসেফ।
