আজকাল ওয়েবডেস্ক: বারবার, বাস্তবে, সিনেমায় মনুষ্যেতর প্রাণীদের ভালবাসার কথা উঠে এসেছে। 'পেট-প্রিয়' মানুষেরা বলে থাকেন, তাদের মতো করে ভালবাসতে পারে না কেউ। সেই গল্পের, গল্পের মতো বাস্তবের আরও এক উদাহরণ তৈরি হল রাশিয়ায়। সোশ্যাল মিডিয়ায় এখন রাশিয়ান সারমেয়কে নিয়েই আলোচনা। কেউ কেঁদে ভাসাচ্ছেন, কেউ আপ্লুত এই 'পিওর লয়্যালিটি' দেখে।
ঘটনা রাশিয়ার। বাশকর্তোস্তানের উফা নদীর ধারে সাইকেল চালাচ্ছিলেন বছর ৫৯- এর ব্যক্তি। আচমকা ঘটে দুর্ঘটনা। বরফের আস্তরণ ভেঙে যায়, ব্যক্তিকে তৎক্ষণাৎ টেনে তোলার চেষ্টা করা হলেও, সম্ভব হয়নি। উদ্ধারকারীরা কয়েকদিন টানা খোঁজাখুঁজির পর ব্যক্তির দেহ উদ্ধার করে।
প্রিয় মালিক আর নেই! মানতেই চাইছে না। যেখানে ঘটেছিল মর্মান্তিক পরিণতি, তার পাশেই, নদীর ধারে, বরফের উপর অপেক্ষায় চারদিন বসে রইল তাঁর প্রিয় সারমেয় বেলকা।
স্থানীয় সংবাদ মাধ্যম ঘটনাটি প্রকাশ্যে আনে। জানিয়েছে, ওই ব্যক্তির বাবা-মা বেলকাকে বারবার ওই জায়গা থেকে সরিয়ে বাড়ি নিয়ে যেতে চাইলেও, এক চুলও নড়েনি সে। যতবার চেষ্টা করা হয়েছে, বারবার ফিরে গিয়েছে ওই জায়গায়। অপেক্ষা করেছে, কখন ফিরবে তার প্রিয় মানুষটি। বেলকার ছবিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তার ভালোবাসার সম্মান জানাচ্ছেন বহু মানুষ, ভার্চুয়ালি ভালোবাসা পাঠাচ্ছেন।
