আজকাল ওয়েবডেস্ক: দোকানে তখন হাতেগোনা কয়েকজন ক্রেতা। বিলিং কাউন্টারে কাজে ব্যস্ত এক তরুণী। আচমকা সেই দোকানে ঢোকেন এক বৃদ্ধ। কিছুক্ষণ পর তরুণীর পাশে এসে দাঁড়ান। তারপরেই শুরু অশ্লীল অঙ্গভঙ্গি। এমনকী নিজের যৌনাঙ্গ বের করে দেখান তরুণীকে। সিসিটিভি ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। 

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বৃদ্ধের পরনে ধূসর রঙের প্যান্ট, জামা। নিজের প্যান্টের চেন খুলে দোকানের মধ্যে তরুণীর আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করেন। এর কিছুক্ষণ পর তরুণীর সঙ্গে কথা বলার অছিলায় পাশে গিয়ে দাঁড়ান। তারপর যৌনাঙ্গে হাত দিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্যান্টের মধ্যে হাত ঢুকিয়ে তরুণীকে যৌনাঙ্গ দেখানোর চেষ্টা করেন ওই বৃদ্ধ। আশেপাশে কেউ না থাকায়, হঠাৎ যৌনাঙ্গ বের করে তরুণীর দিকে এগিয়ে আসেন। অস্বস্তিতে ছিটকে দূরে সরে যান তিনি। 

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বৃদ্ধের কুকীর্তি ফাঁস হতেই এলাকার ক্ষিপ্ত জনতা চড়াও হন। বৃদ্ধকে দোকান থেকে টেনে বের করে বেধড়ক মারধর করেন। জনতার কিল, চড়, ঘুষিতে রাস্তার ধারে লুটিয়েও পড়েন। ঘটনাটি কোথায় ঘটেছে তার জানা যায়নি। বৃদ্ধের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করেছে কি না, তার খবর মেলেনি। তবে নেটিজেনদের মতে, অশালীন আচরণের জন্য জনতার হাতে যথাযথ শিক্ষা পেয়েছেন ওই বৃদ্ধ।