আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সালের অক্টোবর মাস সোয়া লাখ বছরের মধ্যে বিশ্বের উষ্ণতম মাস। বুধবার এই তথ্য জানান পরিবেশ বিজ্ঞানীরা। খবর রয়টার্সের।
এর আগে অক্টোবর মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল ২০১৯ সালে। কিন্তু গত অক্টোবর ব্যাপক ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দেয় বলে জানায় ইইউ কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস)। অক্টোবরের তাপমাত্রার এই অস্বাভাবিকতাকে ‘অত্যন্ত চরম’ বলে অভিহিত করেছেন সিথ্রিএসের উপপরিচালক সামান্থা বার্জেস। তিনি বলেন, ০.৪ ডিগ্রি সেলসিয়াসের ব্যবধানে রেকর্ডটি ভেঙেছে, যা বিশাল একটি সীমারেখা।
এই উষ্ণতা মানুষের কার্যক্রমেরই ফল। কারণ, ধারাবাহিক গ্রিনহাউস গ্যাস নির্গমন হচ্ছে বিশ্বব্যাপী। এর সঙ্গে যোগ হয়েছে চলতি বছরের এল নিনো আবহাওয়ার ধরন। এটির ফলে প্রশান্ত মহাসাগরের পূর্বাংশের উপরিতলের জলকে উষ্ণ করে তুলেছে।
বৈশ্বিকভাবে অক্টোবরের পৃষ্ঠ বায়ু তাপমাত্রার গড় ১৮৫০ থেকে ১৯০০ সালের একই মাসের উষ্ণতা থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ১৮৫০ থেকে ১৯০০ সালকে কোপার্নিকাস প্রাক-শিল্প সময়কাল বলে নির্ধারণ করেছে।
সিথ্রিএসের বিবৃতিতে জানানো হয়, আগের সবচেয়ে উষ্ণতম বছর ছিল ২০১৬, সেটিও আরেকটি এল নিনো বছর।