আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনে ভরাডুবি। বিহার নির্বাচনে একটিও আসন পায়নি প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টি। জিততে পারেননি তিনিও। সেই জোড়া ধাক্কা সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জন সূরজ প্রার্থীর। ভোটের ফলপ্রকাশের দিন অর্থাৎ শুক্রবার বিকালেই মৃত্যু হয়েছে জন সূরজের তরাই কেন্দ্রের প্রার্থী চন্দ্রশেখর সিংয়ের। বয়স হয়েছিল ৬৩।
তরাই কেন্দ্রের ওই প্রার্থী পেশায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। কুরমুরি গ্রামের বাসিন্দা এলাকার জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন। প্রশান্ত কিশোরের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে আসেন তিনি। ভোট প্রচারের সময় সাড়াও ফেলেছিলেন। কিন্তু বিশেষ সুবিধা করতে পারেননি। তরাই আসনে চন্দ্রশেখরের ঝুলিতে এসেছে মাত্র ২,২৭১টি ভোট। ওই কেন্দ্রে জিতেছেন বিজেপি প্রার্থী বিশাল প্রশান্ত। ভোটের ফল স্পষ্ট হওয়ার পর বিকাল চারটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চন্দ্রশেখরের মৃত্যুর খবর আসে।
যদিও চন্দ্রশেখর সিং হার্টের সমস্যায় আগে থেকেই ভুগছিলেন। ৩১ অক্টোবর প্রচারের মধ্যেই প্রথমবার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল তাঁর। তখন থেকেই তিনি পাটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার ভোটের ফল প্রকাশ্যে আসার পর দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের বক্তব্য, ভোটের ফলে ভরাডুবির হতাশা থেকেই সম্ভবত অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া জন সূরজ শিবিরে।
