জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহরা উদয় বা অস্ত যায়, যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। যেমন শীঘ্রই বুধের উদয়ে তিন রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
2
8
যখন একটি গ্রহ সূর্যের খুব কাছাকাছি চলে আসে, তখন সূর্যের তেজ এতটাই বেশি থাকে যে, সেই গ্রহটিকে আর দেখা যায় না। একেই গ্রহের অস্তগমন বলা হয়। এরপর যখন সেই গ্রহ সূর্য থেকে দূরে যেতে শুরু করে, তখন তাদের উদীয়মান বলে মনে করা হয়।
3
8
সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন।
4
8
গত ১২ নভেম্বর বিকেল ৫টা ৫৩ মিনিটে বুধ বৃশ্চিক রাশিতে অস্ত গিয়েছে। প্রায় ১৫ দিন অস্ত থাকবে গ্রহের রাজকুমার। এরপর ২৭ নভেম্বর ভোর ৫টা ১০ মিনিটে বুধ তুলা রাশিতে উদিত হবে।
5
8
তুলা রাশিতে বুধের উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কিছু রাশির ভাগ্য সহায় হবে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
6
8
বৃষঃ বুধের উদয়ে বৃষ রাশির আর্থিক অবস্থার উন্নতি হবে। দীর্ঘদিনের আর্থিক সমস্যা মুক্তি পেতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা সাফল্যের মুখ দেখবেন।
7
8
কর্কটঃ বুধের প্রভাবে কর্কট রাশির সুখের দিন আসতে চলেছে। কেরিয়ারের নতুন কোনও দিশা দেখতে পারেন। যার ভবিষ্যতে লাভজনক হবে। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
8
8
ধনুঃ নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিনিয়োগের জন্য শুভ সময়। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।