আজকাল ওয়েবডেস্ক:‌ তিস্তা সেতুর উপর মর্মান্তিক দুর্ঘটনা। বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি তিস্তা সেতুর উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না বাইকে থাকা আরও এক আরোহীর। ঘটনার প্রায় আট ঘণ্টা পর তিস্তা নদী থেকে উদ্ধার হয় ওই আরোহীর দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ছুটে যায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছ। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।


শুক্রবার রাত ১১টা নাগাদ জলপাইগুড়ির বালাপাড়া সংলগ্ন তিস্তা সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার একদিক থেকে বাইকে তিনজন আসছিলেন, অন্যদিক থেকে আসছিল একটি পিকআপ ভ্যান। একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের অভিঘাতে বাইক থেকে ছিটকে পড়েন তিনজন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’‌জনকে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা দু’‌জনকেই মৃত বলে ঘোষণা করেন। কিন্তু ঘটনার পর থেকে আরও এক বাইক আরোহীর খোঁজ মিলছিল না। বিভিন্ন জায়গায় চলছিল খোঁজ। শনিবার সকালে তিস্তা সেতুর নিচে নদী থেকে উদ্ধার হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগরের বাসিন্দা বাপ্পা বর্মনের দেহ। পুলিশের অনুমান, সংঘর্ষের জেরে একেবারে ব্রিজের উপর থেকে তিস্তায় গিয়ে পড়েন ওই আরোহী।