অনেক মানুষ আছেন যারা অন্যের মনের কথা সহজেই বুঝে ফেলেন। আবার কেউ কেউ চারপাশে অজানা বা অদৃশ্য শক্তির উপস্থিতিও অনুভব করতে পারেন। জ্যোতির্বিজ্ঞান মতে, এই বিশেষ ক্ষমতাগুলো অনেক ক্ষেত্রেই রাশিগত বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত।
2
5
কর্কট রাশির মানুষ অত্যন্ত আবেগপ্রবণ। তারা শুধু মানুষের মানসিক অবস্থাই নয়, পরিবেশে কোনও নেতিবাচক শক্তি ভাসছে কি না সেটাও সহজে ধরতে পারেন। পরিবার ও পূর্বপুরুষদের সঙ্গে তাদের গভীর মানসিক যোগ থাকে।
3
5
বৃশ্চিকরাও অনুভূতিপ্রবণ এবং প্রবল অন্তর্জ্ঞানসম্পন্ন। তারা মাথার চেয়ে হৃদয়ের কথা বেশি মানেন। ফলে আশপাশে কোনও অস্বাভাবিক বা অলৌকিক সত্তা থাকলে তারা তার উপস্থিতি টের পান, যদিও সরাসরি যোগাযোগ করতে পারেন না।
4
5
মীন রাশির জাতক–জাতিকারা নিজের খেয়ালে থাকলেও চারপাশের শক্তি ও পরিবেশ সম্পর্কে খুব সচেতন। তাদের আধ্যাত্মিক বোধ ও ষষ্ঠেন্দ্রিয় এতটাই শক্তিশালী যে কোনও নেতিবাচক শক্তি তাদের নজর এড়াতে পারে না।
5
5
জ্যোতিষ মতে, প্রতিটি রাশির মানুষই কিছু না কিছু বিশেষ ক্ষমতা নিয়ে জন্মায়। কর্কট, বৃশ্চিক ও মীন রাশির মানুষেরা বিশেষভাবে সংবেদনশীল, ফলে অশুভ শক্তির উপস্থিতি বা অনিশ্চিত পরিবেশ তারা দ্রুত বুঝতে সক্ষম হন।