আজকাল ওয়েবডেস্ক:‌ মেট্রো বিভ্রাট থেকে কবে মিলবে মুক্তি। এই যখন প্রশ্ন, তখন ফের একই ঘটনার সম্মুখীন হতে হল। সমস্যায় পড়তে হল ফের নিত্যযাত্রীদের।


শনিবার সাতসকালে ফের মেট্রো বিভ্রাট দেখা দেয়। জানা গেছে, বিনা নোটিসে সিগন্যালিংয়ের কাজের ফলে ব্লু লাইনে ফের ভোগান্তি। দক্ষিণেশ্বর থেকে আপাতত বন্ধ মেট্রো পরিষেবা। বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চালু রয়েছে মেট্রো চলাচল। তার ফলে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার অফিস যাত্রীরা।


জানা গেছে রক্ষণাবেক্ষণের কাজের জন্যই দক্ষিণেশ্বর স্টেশনে বন্ধ মেট্রো পরিষেবা। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে মেট্রো পাওয়া যাচ্ছে। ফলে স্টেশনগুলিতে ক্রমশ ভিড় বাড়ছে। অত্যধিক ভিড়ের কারণে অনেক যাত্রীই মেট্রোয় উঠতে পারছেন না ব্যস্ত সময়ে। এই ঘটনায় ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের।


মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিং ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তবে এই কাজ পূর্বনির্ধারিত ছিল না বলে জানানো হয়েছে। দ্রুত কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। 


এটা ঘটনা, দক্ষিণেশ্বর ব্লু লাইনে মেট্রোর প্রান্তিক স্টেশন। সড়ক বা ট্রেন পথে এসে অনেকেই দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় ওঠেন। আর মেট্রো বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন যাত্রীরা। 

জানা গেছে, সকাল ৯টা থেকে এই সমস্যা হয়েছে। পরিষেবা দ্রুত স্বাভাবিকের চেষ্টায় মেট্রো কর্তৃপক্ষ।