ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড হল এমন এক ধরনের ওপেন-এন্ডেড ইক্যুইটি ফান্ড, যেখানে ফান্ড ম্যানেজার বাজারের সুযোগ ও অবস্থার উপর নির্ভর করে বড়, মাঝারি এবং ছোট—সব ধরনের মার্কেট ক্যাপ স্টকে বিনিয়োগ করতে পারেন। ২ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গত ৫ বছরে সর্বোচ্চ এসআইপি রিটার্ন দেওয়া শীর্ষ ৫টি ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড হল নিচেরগুলো।
2
13
গণনা অনুযায়ী, শীর্ষ ফান্ডে প্রতি মাসে ২৫,০০০ বিনিয়োগ করলে ৫ বছরে তা বেড়ে ২৬,১১,০০০ হয়েছে।
3
13
এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড: গত ৫ বছরে ফান্ডটি ২২.৩৮% বার্ষিক রিটার্ন দিয়েছে। ফান্ডটির AUM ৮৫,৫৬০ কোটি এবং NAV ২,২৪৫.৩১। এটি NIFTY 500 TRI সূচকের সাথে তুলনামূলক, এবং ২০১৩ সালের জানুয়ারিতে চালু হওয়ার পর থেকে বার্ষিক ১৭.০৩% রিটার্ন দিয়েছে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড: এই ফান্ড গত ৫ বছরে ২১% বার্ষিক রিটার্ন দিয়েছে। এর AUM ২,১৬৫ কোটি এবং NAV ৩৮.৭৫। এটি BSE 500 TRI সূচকের সাথে তুলনামূলক এবং ২০২০ সালের জুনে চালু হওয়ার পর থেকে বার্ষিক গড় রিটার্ন ২৮.৬৩%।
জেএম ফ্লেক্সিক্যাপ ফান্ড: ৫ বছরে ফান্ডটি ১৯.৮০% বার্ষিক রিটার্ন দিয়েছে। AUM ৫,৯৯০ কোটি এবং NAV ১১১.২৪। এটি BSE 500 TRI সূচকের সাথে তুলনামূলক এবং ২০১৩ সালের জানুয়ারিতে চালুর পর থেকে বার্ষিক ১৭.৫৬% রিটার্ন দিয়েছে।
মোতিলাল ওসওয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ড: এই ফান্ড গত ৫ বছরে ১৮.৯৯% বার্ষিক রিটার্ন দিয়েছে। এর AUM ১৪,৩১৯ কোটি এবং NAV ৬৮.৪। এটি NIFTY 500 TRI সূচকের সাথে তুলনামূলক এবং ২০১৪ সালের এপ্রিলে চালু হওয়ার পর থেকে বার্ষিক ১৮.১৮% রিটার্ন দিয়েছে।
পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড: ৫ বছরে ফান্ডটি ১৮.৭৬% বার্ষিক রিটার্ন দিয়েছে। এর AUM ১,১৯,৭২৩ কোটি এবং NAV ৯৩.৫৪। এটি NIFTY 500 TRI সূচকের সাথে তুলনামূলক এবং ২০১৩ সালের মে মাসে চালু হওয়ার পর থেকে বার্ষিক ১৯.৬৫% রিটার্ন দিয়েছে।
যেসব বিনিয়োগকারী দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে সম্পদ গঠন করতে চান, তাদের জন্য ফ্লেক্সিক্যাপ ফান্ডগুলো এক আকর্ষণীয় বিকল্প। বিভিন্ন মার্কেট ক্যাপ জুড়ে বিনিয়োগের স্বাধীনতা থাকায় ফান্ড ম্যানেজাররা বাজারের সুযোগ অনুযায়ী পোর্টফোলিও ভারসাম্য রাখতে পারেন, যা দীর্ঘমেয়াদে ভালো রিটার্নের সম্ভাবনা বাড়ায়।