আজকাল ওয়েবডেস্ক: বমি হচ্ছে তো হচ্ছেই। থামছে না কিছুতেই। সঙ্গে প্রবল পেটে ব্যথা। এমন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক রোগী। যা ঘিরে দুশ্চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালেও।
নতুন বছরের শুরু থেকেই নরোভাইরাসের দাপট শুরু হয়েছে ব্রিটেনের। নরোভাইরাসের কাওয়াসাকি স্ট্রেন নতুন করে ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালে প্রথম সাত সপ্তাহের মধ্যে ৪০০ রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁরা সকলেই নরোভাইরাসে আক্রান্ত ছিলেন। কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি আছেন। ক্রমেই হাসপাতালগুলিতে নরোভাইরাসে আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগ দ্রুত সংক্রমিত হয়। নরোভাইরাসের জিআইআই.১৭ ভ্যারিয়েন্টটি বর্তমানে ছড়িয়ে পড়েছে। ঘনঘন বমি, ডায়রিয়া, পেটে ব্যথার মতো উপসর্গ রয়েছে সকলের। এর জন্য সকলকেই পরিষ্কার, পরিচ্ছন্ন এবং বারবার হাত ধুয়ে খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত শীতকালেই নরোভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, গত বছর ডিসেম্বরের শুরু থেকেই আয়ারল্যান্ডে নরোভাইরাসের দাপট শুরু হয়েছিল। এরপরই ব্রিটেন, ইউরোপের আরও একাধিক দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও বাড়ছে নরোভাইরাসে আক্রান্তের সংখ্যা।
