আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে সাহিত্যে নোবেল পুরস্কারে সম্মানিত হলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। দক্ষিণ কোরিয়ায় তিনিই প্রথম লেখক, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন। আজ, বৃহস্পতিবার সন্ধেয় সাহিত্যে নোবেল পুরস্কারের ঘোষণা করা হয়েছে কমিটির তরফে।
লেখক হিসেবে ৫৩ বছর বয়সী হান কাংয়ের লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল ১৯৯৩ সালে। একটি ছোট পত্রিকায় একগুচ্ছ কবিতা প্রকাশিত হয়েছিল। এরপর ১৯৯৫ সালে তাঁর ছোটগল্প প্রকাশ করা হয়। সেই ছোটগল্পের হাত ধরেই লেখক হিসেবে পরিচিত পান তিনি। তারপর থেকে গদ্য চর্চাই করেন তিনি।
তাঁর দীর্ঘদিনের লেখালেখির জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য বই হল 'দ্য ভেজেটারিয়ান'। ২০০৭ সালে এই উপন্যাস প্রকাশিত হয়। তিনটি খণ্ডে উপন্যাসটি প্রকাশ করা হয়। 'দ্য ভেজেটারিয়ান' উপন্যাসের জন্য ২০১৬ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন তিনি।
১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে জন্মেছিলেন হান কাং। এরপর সিউলে বসবাস শুরু করেন। ছোটবেলা থেকেই শিল্প, সাহিত্যের অনুরাগী ছিলেন তিনি। কাব্যচর্চায় ঝোঁক ছিল বরাবর। তাঁর বাবাও একজন নামকরা উপন্যাসিক। গদ্য লেখার পাশাপাশি ছবি আঁকা এবং সঙ্গীতচর্চাতেও সমান আগ্রহ রয়েছে তাঁর।
