আজকাল ওয়েবডেস্ক: মহাকাশচারীদের মহাকাশে অনেক কিছুর সঙ্গে অভ্যস্ত হতে হয়। এর মধ্যে একটি হল, মহাকাশচারীরা তাঁদের ব্যবহার করা নোংরা কাপড় মহাকাশে ধুতে পারেন না। কিন্তু চীনা বিজ্ঞানীরা এখন এই সমস্যার সমাধান খুঁজে বের করেছেন। বিজ্ঞানীদের দাবি, তাঁরা একটি সমাধান প্রস্তাব করেছেন, যার মধ্যে একটি ছোট, ডিটারজেন্ট-মুক্ত ওয়াশিং মেশিন ব্যবহার করা হবে। এই ওয়াশিং মেশিনটি জল ব্যবহার না করেই কুয়াশা এবং ওজোন গ্যাস দিয়ে কাপড় পরিষ্কার করবে।

অভিনব এই ওয়াশিং মেশিনের ওজন কত?
চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (CARTC)-এর সদস্যদের মতে, এই ওয়াশিং মেশিনটি একটি ঘনকের মতো আকৃতির, যা একটি বহনযোগ্য স্যুটকেসের চেয়ে সামান্য বড়। এর ওজন প্রায় ১২ কেজি। এই মেশিনটি ৮০০ গ্রাম (২৮ আউন্স) পর্যন্ত কাপড় পরিষ্কার করতে প্রতিটি চক্রে মাত্র ৪০০ মিলি (১৩ তরল আউন্স) জল ব্যবহার করে। তবে, এই জল তরল আকারে থাকবে না।

ডিটারজেন্টের পরিবর্তে কীসের ব্যবহার?
এই জল অতি-সূক্ষ্ম কুয়াশার আকারে অতিস্বনক অ্যাটোমাইজেশনের মাধ্যমে দেওয়া হয়। ডিটারজেন্টের পরিবর্তে, এই মেশিনটি অতিবেগুনী রশ্মি ব্যবহার করে ওজোন গ্যাস তৈরি করে, যা শক্তিশালী জীবাণুনাশক। বিজ্ঞানীদের দাবি, ওজন গ্যাসের মাধ্যেমে কাপড় পরিস্কার করলে তা পাঁচবার ব্যবহারের পরও কাপড় জীবাণুমুক্ত রাখে।

নাসা কী নিয়ে কাজ করছে?
নাসার মতো মহাকাশ সংস্থাগুলি চাঁদ এবং মঙ্গল গ্রহে দীর্ঘ মিশনের জন্য লন্ড্রি পরিচালনার জন্য ভবিষ্যতের সমাধান তৈরি করছে, যেমন টাইড ইনফিনিটি লো-রিসোর্স ডিটারজেন্ট এবং পরীক্ষামূলক ওয়াশার-ড্রায়ার সিস্টেম।

গবেষকরা জলবিহীন পরিষ্কার পদ্ধতিগুলি নিয়ে কাজ করছেন, যা মহাকাশে বর্জ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে এবং স্বাস্থ্যবিধি উন্নত করতে পারে।

মহাকাশচারীরা বর্তমানে কীভাবে কাপড় ধোয়?
জলের সরবরাহ সীমিত থাকার কারণে মহাকাশচারীরা মহাকাশে বর্তমানে কাপড় ধোয়ে না। তার পরিবর্তে, ব্যবহৃত কাপড় পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়িয়ে ফেলার জন্য পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটি মিশনের জন্য, মহাকাশচারীরা পর্যাপ্ত কাপড় নিয়ে স্পেশ স্টেশনে যান এবং গন্ধ-প্রতিরোধী কাপড় ব্যবহার করেন।