আজকাল ওয়েবডেস্ক: নোবেল শান্তি পুরস্কার পেল জাপানের নিহন হিদানকিও গোষ্ঠী। ২০২৪ সালের শান্তি পুরস্কারের জন্য বিবেচিত করা হয়েছে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করা এই জাপানি গোষ্ঠীকে। নোবেল কমিটি জানিয়েছে, পৃথিবীকে পরমাণু বোমা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে অসামান্য অবদান রেখেছে এই প্রতিষ্ঠান। পরমাণু বোমা যে বিশ্বের জন্য কতটা ক্ষতিকর, তা নিয়ে বিভিন্ন প্রচারমূলক কর্মসূচি চালায় এই জাপানি প্রতিষ্ঠান। ১৯৫৬ সালে তৈরি হয়েছিল প্রতিষ্ঠানটি। হিরোশিমা ও নাগাসাকির মতো ঘটনা যাতে আর কোনও দিন কোথাও না ঘটে, তা নিশ্চিত করার লক্ষ্যেই অবিরাম কাজ চালিয়ে যাচ্ছে নিহন হিদানকিও। তাদের এই উদ্যোগের প্রশংসা করেছে নোবেল কমিটি।
প্রসঙ্গত, হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্তরা কীভাবে নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে, সে কথাও উল্লেখ করেছে নোবেল কমিটি। এছাড়া নোবেল কমিটির তরফ জানানো হয়েছে, চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৬টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ১৯৭টি ব্যক্তিগত সম্মাননার জন্য আবেদন ছিল এবং বাকি ৮৯টি ছিল প্রতিষ্ঠানের সম্মাননার জন্য আবেদন। তার মধ্যে নোবেল কমিটি এ বছরের জন্য বেছে নিয়েছে নিহন হিদানকিও গোষ্ঠীকে।
প্রসঙ্গত, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬ ও ৯ আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে আছড়ে পড়েছিল পরমাণু বোমা। মারা যান বহু মানুষ।
