আজকাল ওয়েবডেস্ক: ফের চিন দেশে ধরা পড়ল নতুন ধরণের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াকে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করছেন এটি পৃথিবীতে প্রথম। এই ব্যাকটেরিয়ার নাম নিয়ালিয়া। এটি সামনে আসার পর থেকে ফের চিনে শুরু হয়েছে নতুন আতঙ্ক।
বেজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে নতুন ধরণের এই ব্যাকটেরিয়া তারা প্রথম দেখছেন। এটি পৃথিবীতে পাওয়া প্রথম এই ধরণের ব্যাকটেরিয়া। একে নিয়ে পরীক্ষা করা হচ্ছে। মানবদেহে এই ধরণের ব্যাকটেরিয়া কতটা ক্ষতি করতে পারে সেদিকেও নজর রাখা হচ্ছে বলেই খবর মিলেছে।
চিনের স্পেস স্টেশন থেকেই পাওয়া গিয়েছে এই নতুন ব্যাকটেরিয়া। সেখানকার প্রতিটি মানুষ, গাছ, খাবারকে ভাল করে খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাকটেরিয়া আকারে এতটাই ছোটো যে একে খালি চোখে দেখা যাবে না। তবে অতি দ্রুত এটি নিজের বংশবৃদ্ধি করছে বলেই খবর মিলেছে।
স্পেশ স্টেশনের প্রতিটি মানুষের সোয়াব টেস্ট করা হচ্ছে। এর আগেও ২০২৩ সালে চিনে এমন একটি ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল। তবে এই ব্যাকটেরিয়া কতটা ক্ষতি করতে পারে সেদিকে এখন নজর রয়েছে চিনের বিজ্ঞানীদের।
গবেষকরা একে পরীক্ষা করে দেখেছেন এটি অতি দ্রুত নিজেকে ভাঙছে। ফলে সেখান থেকে তৈরি হয়েছে নতুন ব্যাকটেরিয়া। এর স্বভাব অন্যদের থেকে আলাদা। এটি যেকোনও পরিবেশে মানিয়ে নিতে পারে বলেই আরও চিন্তার ভাঁজ বেড়েছে চিনের গবেষকদের। এই ধরণের ব্যাকটেরিয়া মহাকাশচারীদের দেহে অনেক বড় ক্ষতি করতে পারে। ফলে এখনই যদি একে না রোখা যায় তাহলে এটি মহাকাশচারীদের সমস্যা তৈরি করবে।
এই ধরণের ব্যাকটেরিয়া যদি ভরশূণ্য পরিবেশে নিজের দাপট দেখাতে পারে তাহলে এটি পৃথিবীতে কোন খেলা দেখাবে সেটাও বড় চিন্তার কারণ হয়েছে। তাই শুরু থেকেই একে রোখার কাজে নেমে পড়েছেন চিনা গবেষকরা।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে চিন্তা প্রকাশ করেছে চিনা প্রশাসন। তারা মনে করছেন দ্রুত একে যদি বাগে না আনা যায় তাহলে সেখান থেকে আরও বড় সমস্যা তৈরি হতে পারে। তাই আগে থেকেই একে রোখা অনেক বেশি দরকারি।
