আজকাল ওয়েবডেস্ক: ৭২ কোটি ডলারের এক চুক্তির মাধ্যমে Netflix এবং Warner Bros. Discovery একত্রিত হয়েছে। যার ফলে এটি শুধু সংস্থার মালিকানা পাবে না, বরং বিনোদন জগতের সবচেয়ে প্রভাবশালী একাধিক ব্র্যান্ড ও প্রতিষ্ঠানও এখন Netflix-এর নিয়ন্ত্রণাধীন হবে। এই যুগান্তকারী চুক্তি সফল হলে, গ্লোবাল বিনোদন ও সম্প্রচার জগতে Netflix-এর দখল এমন এক পর্যায়ে পৌঁছে যাবে, যা আগে কল্পনাও করা যেত না।
চুক্তির আওতায় প্রথমেই রয়েছে Warner Bros. Discovery-এর স্ট্রিমিং এবং প্রিমিয়াম-টিভি ব্যবসা — অর্থাৎ দুনিয়ার অন্যতম সবচেয়ে শক্তিশালী কনটেন্ট ব্র্যান্ড HBO এবং এর সাবস্ক্রিপশন-ভিত্তিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম HBO Max । যারা ‘Game of Thrones’, ‘Succession’, ‘The Last of Us’ বা অন্য কোনো জনপ্রিয় সিরিজ দেখেছেন, তারা জানেন HBO-এর কনটেন্ট বৈশিষ্ট্য: গুণগত, প্রিমিয়াম এবং দৃষ্টিনন্দন। সেই HBO এবং Max এখন Netflix-এর অংশ হবে — যা সরাসরি স্ট্রিমিং দুনিয়ার প্রতিদ্বন্দ্বিতা ও শক্তি-ব্যালান্সকে বদলে দেবে।
কিন্তু শুধু স্ট্রিমিংতেই সীমাবদ্ধ নয়; Warner Bros-এর সবচেয়ে শক্তিশালী ইউনিটগুলোর মধ্যে রয়েছে তাদের টেলিভিশন প্রোডাকশন বিভাগের প্রতিষ্ঠানগুলিও। এই বিভাগ বিশ্বের বিভিন্ন নেটওয়ার্কে স্ক্রিপ্টেড এবং আন-স্ক্রিপ্টেড প্রোগ্রাম সরবরাহ করে। অর্থাৎ, ভবিষ্যতে Netflix শুধু নিজের তৈরি সিরিজ নয়, ঐতিহ্যবাহী প্রোডাকশনের উচ্চমানের নতুন সিরিজ এবং রিয়্যালিটি-শোও উপস্থাপন করবে।
আরেকটি গুরুত্বপূৰ্ণ অংশ হল Warner Bros. Pictures — চলচ্চিত্র শাখা, যা ছবির জগতে বিরাট ভূমিকা পালন করে। এই স্টুডিও নির্মিত বহু জনপ্রিয় এবং বিশ্ববিখ্যাত সিনেমা রয়েছে, যেমন Harry Potter সিরিজ, Mad Max, Fantastic Beasts — এবং অবশ্যই DC Studios Universe-এর সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিস। অর্থাৎ, আগামী দিনে Batman, Superman, Wonder Woman অথবা Joker-র নতুন গল্পগুলোও streaming-এ দেখা যেতে পারে Netflix-এ।
তবে এখানে শেষ নয়: ঐতিহ্যবাহী New Line Cinema — যাদের ব্যানারে তৈরি হয়েছে The Lord of the Rings, The Conjuring, IT প্রভৃতি সেগুলোর মালিকানাও Netflix পাবে। এর ফলে Netflix-এর কনটেন্ট ক্যাটালগে শুধু নতুন সিরিজ বা সিনেমা নয়, বরং বহু জনপ্রিয় ব্র্যান্ডের পুরনো ক্লাসিকও যুক্ত হবে।
চুক্তিতে রয়েছে শিশুদের এবং কিশোরদের জন্য জনপ্রিয় অ্যানিমেশন ও কার্টুন কনটেন্ট উৎপাদনকারী Cartoon Network Studios এবং Adult Swim — যারা এর আগে ‘Ben 10’, ‘Adventure Time’, ‘The Powerpuff Girls’, ‘Rick and Morty’-র মতো গ্লোবাল হিট শো তৈরি করেছে। এই অ্যানিমেশন এবং যুব-উদ্দিষ্ট কনটেন্ট Netflix-এর সম্ভারকে আরও বৈচিত্র্যময় করবে।
আরও একটি উল্লেখযোগ্য অ্যাসেট হল Turner Classic Movies (TCM) — যা পুরনো, কালজয়ী সিনেমার লাইব্রেরি এবং সম্প্রচার ব্র্যান্ড হিসেবে সুপরিচিত। TCM-এর হাজার-খানেক ক্লাসিক সিনেমা Netflix এখন ব্যবহার করতে পারবে; অর্থাৎ, নতুন প্রজন্মের দর্শকরা পুরনো স্বর্ণযুগের চলচ্চিত্র উপভোগ করতে পারবেন খুব সহজে।
অতীতে Warner Bros. Discovery-এর আরও কিছু যৌথ উদ্যোগ ছিল, যেমন Vox Media-র সঙ্গে কিছু ডিজিটাল খবর ও তথ্য ভিত্তিক ডকুমেন্টারি পার্টনারশিপ। এই সব অংশীদারিত্ব এবং তাদের অধিকার–ও এবার Netflix-এর দখলে যাবে, যা তথ্যভিত্তিক কনটেন্ট এবং ডকুমেন্টারি ধারার বিস্তারে সাহায্য করবে।
সংক্ষেপে, এই এক চুক্তি মাত্রে Netflix-এর দখলে চলে আসছে সিনেমা, টিভি, অ্যানিমেশন, ক্লাসিক চলচ্চিত্র, প্রিমিয়াম সিরিজ এবং ডকুমেন্টারি–সহ বিনোদনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগ। ভবিষ্যতে streaming-দুনিয়ার মানচিত্র নতুনভাবে আঁকা হবে। গ্লোবাল বিনোদন-দুনিয়ার ইতিহাসে এটি হতে পারে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা।
